১৩/১০/২০২০ ইং , সময় – ১০ – ০০ টা


ছড়া কবিতা


জীবন  সংগ্রাম । ।


জীবন টা সংগ্রাম
ব্যস্ততা ই অম্লান
সাধনায় মগ্ন
আকাঙ্ক্ষায় নগ্ন
ভোর  থেকে  রাত
কাজ-কর্মে  বাজিমাৎ
নেই ফুরসত
প্রচেষ্টায় অবিরত
কার আগে কে ছুটবে
জীবিকার সুযোগ জুটবে
কার আগে কে যাবে
নিজ গন্তব্যে পৌঁছবে ।


একটু সময় নাই
ঠিকানা টা খুঁজে পাই
জীবন টা চলার পথ
থেমে নেই কারো রথ
স্বার্থের টানে
ছুটছে আপন মনে
কত বেশী পাবে
পসরা যোগাবে
অর্থের সন্ধানে
পাগল প্রতি জনে
যত বেশী আয়
আত্মতৃপ্তি  পায় ।  

সবাই চাই বেশী    
পেলে তাতে খুশি
প্রত্যেকের  চাওয়া প্রতিষ্ঠা
মেটে না তেষ্টা
নিরন্তর চেষ্টা
উন্নত জীবন প্রতিষ্ঠা
যার যার পেশা
টিকে থাকার নেশা
খোঁজে বেশী আয়
কেমন করে পায়
ইচ্ছা  টা অফুরন্ত
দৌড়-ঝাপের নেই অন্ত  !


চাহিদা অসীম
ধান্ধা  সীমাহীন
সবার আকাঙ্ক্ষা  হর হামেশা
জীবন ভরবে রং তামাসা
হতে চাই অতিশয় সুখী
বেশী প্রত্যাশায় ঘটে অসুখী
প্রাপ্তি র জালে ব্যস্ত
চালে সর্ব দিক সমস্ত
সদা জীবনের গ্লানি
ক্লান্তি  হীন পথে টানি
এক সময় প্রাণ পাখি
ছেড়ে যাবে কায়া
শূন্যতায়  হাহাকার
দুনিয়ার মায়া !


শরীফ নবাব হোসেন ।