তারিখ ঃ - ১৭/০২/২০২১ ইং , সময় – সকাল – ৭-৫০ মিনিট ।


ছড়া কবিতা
কবির ভাবনা ! !  


আমি বেকার
তাই তো কবি
কল্পনায় আঁকি
মনের যত ছবি ।


আশা গুলো সব
অগোছালো বাসা বাঁধে
প্রত্যাশা অপূ্রণে
গুমরিয়া কাঁদে ।


সাধ-আহ্লাদ অনেক
মিটে না খানেক
আকাশ কুসুম কল্পনা
মনে জাগে জল্পনা ।


সমস্যার নেই অন্ত
চাহিদা অফুরন্ত
সংসারে টানা পোড়ন
ডালে নেই পাঁচফোড়ন ।


পারি না করতে উপকার
অকাজের রূপকার
চিন্তা-ভাবনা অশেষ
শূন্যে মিলায় নিঃশেষ ।


করে কেহ উপহাস
কর্ম  নেই ধরি হাঁস
চাঁদে  করবো বাস
এ মোর অভিলাষ ।


স্বপ্নের দীঘি তে ভাসি
ফুলের সাথে হাসি
কোকিলের শুনি গান
বসন্ত সৌরভে নাচি ।


কাঁধে  সংসারের ঝুলি
চলি পথ ভুলি
হাতে রং তুলি
আঁকি হৃদয় মেলি ।


পাঠ করি নামতা
নেই কোন ক্ষমতা
উদাস মনে হাঁটি
ভবঘুরে এক জামাতা ।


পারি না রক্ষা করতে
বিত্ত-বৈভবে কারো মন
ছন্ন ছাড়া এ জীবন
অম্বরতল ই মুক্ত ঠিকানা আজীবন !


কবির কবিতা
পড়ে না সবিতা
যাবে না মনের ব্যথা
পাঠ ঐ কবিতা ।


শরীফ নবাব হোসেন ।