১৯/০৯/২০২০ ইং , সময় – বিকাল – ৪-১০ মিনিট ।


ছড়া  কবিতা -


অবুঝ মন । ।


অবুঝ মন
বোঝে না
কোন বাঁধা
মানে না
যা ইচ্ছা
তা করে বেড়ায়
কিছুরই তোয়াক্কা
করে না ।


নিয়ম নীতি
মানে না
ধর্ম কর্ম  চিনে না
আবার পালন ও করে না
হারাম হালাল
বোঝে না
হক টা যে কি
সেটা খোঁজে না ।


আরাম আয়াশ
পেতে চাই
সুখ শান্তি
নিতে চাই
ভাল খাবার
খেতে চাই
সদা স্বাচ্ছন্দ্য
থাকতে চাই ।


পাবার তরে    
লোভ করে
পরের জিনিস
হরণ করে
লোভের কাছে
বাচ বিচার নাই
অন্যের মাথায়
বারি দেয় ।


পরের সুখ
কেড়ে নেয়
আপন সুখ
ভোগের জন্য
রং তামাশায়
মেতে থাকে
অনিয়মের পথে
জীবন  করে ধন্য ।


কষ্ট  করে  
অর্জন  চাই না
সাধনা করে
তৃপ্তি  পায় না
সহজ সঠিক পথে
সম্পদ গড়ে না
অল্পতে মন ভরে না
বৈধ রাস্তায় আগায় না ।


এভাবে করতে পারতো
জীবন মন ধন্য
কিন্তু বিধাতার ইশারায়
সব কিছু হয় বিপন্ন
জীবনের উড়ন্ত  রশি
একদিন  দেয়  টান  
সময় শেষ হলে
কেড়ে নেয় সুখ , জান-মান  ।


সহজ পথের অর্জন
নিয়ম নীতির বর্জন
শক্তিমত্তা র গর্জন
বিবেকের বিসর্জন
অন্যায়ে ভরা ভুবন
সবই নিঃশেষ  হয়
সৃষ্টিকর্তার এক আজ্ঞায়
জীবন নদীর মোহনায় ।


শরীফ নবাব  হোসেন ।