তারিখ – ০১/০২/২০২১ ইং , সময় – সকাল – ৭-০০ টা ।


ছড়া   কবিতা


রাজনীতি   সমাজ নীতি  ।।


রাজনীতিতে  খাই খাই
যত বেশী অর্থ চাই
কার আগে  কে , হবো নেতা
হাজার রকম ফন্দি আঁটা ।


বিভিন্ন নেতার পক্ষে
বড় কাজ - শুভেচ্ছা জ্ঞাপন
রঙীন পোস্টার , ব্যানারে
নেতার সাথে ছবি  লেপন ।


সমাজ সেবা তে চাই
বেশী নাম ধাম
হোক যা তা
আসল কামের কাম ।


প্রজেক্টের এক কাজ
করে বার বার
বছর বছর বাজেট ধরে
কী করবে আর সরকার ?


কাজ শেষ হতে না হতে ই
সেটা হয় নষ্ট
জনগণের কপালে জুটে
পদে পদে কষ্ট ।


কাজ-বাজ যা হোক
বরাদ্দ টা আসল
অফিসার , নেতা ও সেবকের
ঘরে উঠে পাকা ফসল ।


প্রচার , পোস্টার , ছবিতে ই
সবকিছু রঙীন , রমা রমা
কে আসল , কে নকল
উপায় থাকে না জানা ।


দিনে দিনে বাড়ুক
নিত্য পণ্য-দ্রব্যের মূল্য ,
তাতে নেই মাথা ব্যথা
বাড়ছে না মানুষের ক্রয় ক্ষমতা ?


এসব সস্তা বুলির সুযোগ নেয়
দালাল , আড়তদার ও ব্যবসায়ী সিন্ডিকেট
ভরে অতি সহজে
তাদের সমুদ্র সম পেট ।


রাজনীতিতে  সত্যের আবরণে
চলছে মিথ্যার অজস্র ধরণ
মানুষের সপ্ন-আশার হচ্ছে
অন্তে অকাল মরণ ।


রাজনীতি , সেবা নীতি , সমাজ নীতি
তারা ভাই ভাই
ছলে , বলে , কৌশলে
নিজের লাভ-সুবিধা চাই ।


শরীফ নবাব হোসেন ।