২৩/০২/২০২০,  বিকাল – ৫-১৮ মিনিট


ছড়া কবিতা


সৃষ্টিকর্তার দান


গাছপালা লতাপাতা
জীবনের সাথে আছে গাঁথা
ফুল-ফল ঝোপঝাড় , জঙ্গল-পাহাড়
জগৎ সন্তানকে দেয় আহার
খালবিল, নদী-নালা
হ্রাস করে যান্ত্রিক জ্বালা ।


মুক্ত  আকাশ, বিশাল সমুদ্র
মনকে করে সিক্ত-স্নিগ্ধ
জলে বাড়ে মাছ
মিটায় আমিষ বারোমাস
ক্ষেতে হয় ফসলের  চাষ
খেয়ে বাঁচি করি বাস ।


মাঠে মাঠে শস্য দানা
ভিটামিনের আনাগোনা
বৃক্ষে জড়িয়ে থাকে গুল্নলতা
ছায়াঘেরা আঁচল পাতা
হাঁস-মুরগী, গরু-ছাগল
তাদের বিনে মহী অচল ।


জীবজন্তু, পশুপাখি
এদের ছাড়া জীবন ফাঁকি
চারিদিকে  আলো বাতাস
বন্ধ  হলে হাইহুতাস
বারি যদি নাহি নামে
কহড় লাগে ধরাধামে ।


বাগানে বাগানে ফুটে ফুল
আনন্দে নাচে হৃদয় মুকুল
বসন্তের রাঙা প্রকৃতি
ক্ষিতি লভে নিরুপম আকৃতি    
ঝিঝির ঝাঁ ঝাঁ, কোকিলের কুহু্তান
অবিরত মাতায় প্রাণ ।


নিসর্গে  সাজানো রয়েছে
হাজারো পসরার মেলা
চিত্ত বিনোদনে ভাসে
আনন্দের ভেলা ।


ভূ-অধিপতির এসব দান-অবদান
শুধুই সৃষ্টির মান ও কল্যাণ
তারই মাঝে বেঁচে আছে
মানব কুল, শান্তি-সুখের অম্লান ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।