২২/১২/২০২০ ইং , সময় – সকাল – ৯-০০ টা


ছড়া   কবিতা
সৃষ্টিতে  শ্রম  ।।


শ্রমের নেই বিকল্প  
শ্রম গড়ে রূপকল্প
শ্রম আনে শুভ কর্ম
এটা সুকান্তের বর্ম ।


শ্রমে যোগ হলে মেধা
মহী তে আসে সুরম্যের সুধা
শ্রমে দিলে মননশীলতা
উথ্থানে নব সৃষ্টির বার্তা ।


পৃথিবীর  চালিকা শক্তি শ্রম
এটা অসাধ্য সাধনের যম
শ্রম ব্যতীত হয় না কিছু
না হলে অগ্র গতিতে থাকে পিছু ।


আকাশ পাতাল সাগর তল  
যা কিছু ঘটে শ্রমের ফল
মরুভূমি তেও ফোটে ফল ফুল
থাকলে পরিশ্রমে  মশগুল ।


সকল সফলতার মূলে শ্রম  
কাজ উদ্ধারের সঞ্জীবনী শ্রম
কর্মী কুশীলবের ঘামে শ্রম
পরিশ্রমের ফসল অনিন্দ্য কর্ম ।


শ্রমের গুণে মোহনীয় সৃষ্টি
ধরাতে বাজে সুরের বৃষ্টি
তাই তো ধরণী বিচিত্রতা র মিষ্টি
অন্তরে জাগে সুখের পরিতৃপ্তি ।


কৃষ্টি , সংস্কৃতি , খেলাধূলা ও সভ্যতা
শ্রমের বিনিময়ে গড়ে উঠা
গ্রাম , কৃষি , নগর , বন্দর
কর্মীর শ্রমে অনন্ত সুন্দর ।


শ্রম-কর্ম বিমুখ মানুষ
নিস্ফলতার নিষ্প্রভ ফানুস
পরিশ্রমে , অনুশীলনে , সমুজ্জ্বল ব্যক্তি
সম্মান ও গৌরবে যাঁর অভিব্যক্তি ।


পরিশ্রম ব্যতীত নহে কিছু সম্ভব
শ্রমে খাটলে কিছুই নয় অসম্ভব
এর সাথে মিললে গুণ ঐ সৎ
বসুন্ধরায় রচিত হয় সব মহৎ ।


শ্রমের কল্যাণে ধরিত্রী ভরপুর  
সে জন্য জীবন টা এত সুমধুর
যদি থেমে যায় শ্রমের কারুকাজ
স্থবিরতায় অবনীর সব সাজ ।


সম্পাদন টা নিত্য যদি কল্যাণকর
পান করবে প্রশান্তির সরোবর
পবিত্র শ্রমের ফল অনাবিল মধুময়
মানব জীবন হোক পুণ্য কর্ম ময় ।।  


সু  শ্রমের  প্রকাশ অতুলনীয় মুগ্ধতা
বসুমাতার রূপায়ণ ঘটে অভিনবতা
কর্ম  সম্প্রদান কারীর প্রতি চির শ্রদ্ধার্ঘ্য
যুগে যুগে রচিবে ভালোবাসার স্বর্গ !


শরীফ নবাব হোসেন ।