০২/০৩/২০২০, সময় – সকাল – ১১-১৫ মনিট


ছড়া কবিতা - সুন্দর  তুমি  সুন্দরতম  ! !


(১)


নদীর থাকে জোয়ার
বসন্তে মিলে ফুলের বাহার
গাছে গাছে পাখির কলরব
মাঠে মাঠে সবুজের সৌরভ ।


শরৎ-হেমন্তে শিশিরের ফোঁটা
জ্যৈষ্ঠ মাসে ফলের গোটা
পুকুর-দিঘিতে থাকে মাছ
বাগিচার শোভা গাছ ।


আষাঢ়-শ্রাবণে বৃষ্টির ধারা
নজরুল-রবীন্দ্র  গানে পাগল পারা
মেঠো পথের ধূলিকণা
নগ্ন পায়ে কৃষকের আনাগোনা ।

পাহাড়ের সবুজ-শ্যামল নীরবতা
সমুদ্রের গর্জন আর সৈকতের বিশালতা
এগুলোই তো চিরঞ্জীব দৃষ্টি  নন্দন
জীবনের সাথে অবিরত বন্ধন  ।


(২)


মানুষের সুন্দর মানবতা
দেখে সুপ্রসন্ন  দেবতা
শিক্ষার্থীর ধ্যান অধ্যয়ন
এর চেয়ে নয় বেশী কিছু আপন ।


শিক্ষকের মহৎ কাজ পাঠদান
অন্য কাজে ব্যস্ততা তা অকল্যাণ
শ্র্রমিকের হবে বড় ধ্যান
ক্ষেতে-খামারে, কলকারখানায় উৎপাদন ।


পেশাজীবির মহৎ কাজ
সেবা ও কাজ দিতে নাহি লাজ
পেশাজীবির কাজে অবহেলা
জাতির ভাগ্য নিয়ে করে খেলা ।


যার দায়িত্বে যে কাজ
কর্ম  সম্পাদনে মাথায় তাজ
একাগ্রচিত্তে  করলে কাজ
সবকাজ সম্ভব  আজ ।


কর্মই জ্ঞান, কর্মই ধ্যান
ছড়িয়ে দিতে হবে সু্কর্ম, সৎ-জ্ঞান
সমাজের  মিলবে বিস্তৃত কল্যাণ
আম-জনতার ঘটবে পরিত্রাণ ।


চলার পথে দৈনন্দিন  কাজে
মানুষ মানবে নিয়ম-শৃঙ্খলা
তবে হবে ! সুন্দর  থেকে সুন্দরতম
জীবনের মহা-মূল্যবান পথচলা  ! !


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম।