২৬/০৩/২০২০, সময় – সন্ধ্যা – ৭-০ টা


ছড়া


অনুশীলন করি  (সত্যের সন্ধানে)


মিথ্যা ছাড়ি
সত্য ধরি
মন্দ কাজ
লজ্জা করি ।


জুলুম করা
পাপ কাজ
ডেকে আনে
সদা সর্বনাশ ।
দুর্নীতি ঘুষ
চর্চা করে অমানুষ
ঠক জালিয়াতি
স্বভাবে তার রাক্ষস ।


অসৎ পথে
অসৎ কাজ
নিজের ও পরের
হয় বিনাশ ।


করি ঘৃণিত কাজ
সবাই করে উপহাস
বাজে কাজে
থাকা চাই লাজ !


বাহির অনেক আলো
হাজারো চমক
বেশ-ভূশায়
জাঁক-জমক
ধ্যানে জ্ঞানে
চিন্তা ভাবনায়
অন্তরটা যার
চরম কালো ।


নিত্য করি শুভচিন্তা
সতত করি শুভকাজ
ক্ষিতির তরে এটা
প্রয়োজন বেশী আজ ।


ভোগের লাগিয়া
চালায় অন্যায়
পারিনা করতে
সে অসীম ভোগ
সু্খের পেছনে  
দেদার দৌঁড়ি
নিরন্তর ঘুরি
মিলে না তত সুখ ।


চলা হবে
আমাদের পথ
অনন্ত সুন্দরের তরে
পাথেয় হবে জীবনের
মহৎ সব কর্ম
ক্ষণিক দুনিয়ার পরে ।


নিখিল বিশ্বে
আমি আমার নই
তুমি  তোমার নও  
সবই চলে
ইশারায় বিধাতার
আমরা শুধু
খেলার পুতুল
সবকিছু মালিকানা তাঁর   ! !


শরীফ নবাব হোসেন ।