০৫/০৬/২০২০ , সময় – সন্ধ্যা – ৬-০০ টা


  ছড়া -  পাখিদের  কথা   । ।


– শরীফ নবাব   হোসেন ।


পাখি করে খেলা
সকাল , বিকাল , সাঁঝের বেলা
অবারিত দোলায় হৃদয়ে হৃদয়ে
বহে আনন্দের মেলা ।


দোয়েল , কোকিল , পাপিয়া
মাতায় গান গাহিয়া
কাক ডাকে কা কা
কাকের বাসায় কোকিলের  ছা ।


বক , সারসের লম্বা ঠোঁট
মাছ শিকারে উদ্ভূত
পেঁচা দেখে আয়না
শালিকের গলে গয়না ।


বউ কথা কও , মাছরাঙা , বুলবুলি
সুমধুর  ডাকে ফল তুলি
চড়ুই , ডাহুক , ময়না
ডাকা ডাকিতে প্রাণে সয় না  ।


টিয়া আধো কয় কথা
সরে যায় মনের ব্যথা
পায়রার শুভ্র রূপে
বিমোহিত সব লোকে ।


ময়ূরের পেখম তুলা  সাজ
নয়নাভিরাম দৃশ্যের কারুকাজ
বসন্তে কোকিলের  কুহুতান
ভাঙায় নব বধূর অভিমান ।


গাংচিল  আকাশ আর সমুদ্র বক্ষকে
রাঙায় সুশোভিত প্রাণবন্ত
উদ্দাম ছুটা ছুটির আনন্দে
নেই কোন অন্ত ।


টুনটুনির  মায়াবী গুগগুনি
উড়া উড়িতে মাতায় প্রাণ খানি
শ্যামা , পিউকাহা – পিউকাহা
কী মঞ্জুল রূপে আহা  !


অনাদিকাল হতে পাখির
কিচিরমিচির , কলতান , কলরব
চিরায়িত কমনীয় মোহনীয়
প্রকৃতি কে করেছে  সরব ।


সকাল সাঁঝ পাখিরা বেধে ঝাঁক
নীল আকাশে উড়া , নীড়ে ফেরা
অপরূপ রূপের মাধুরী
পারিজাত সৃষ্টিতে সেরা !


শরফ নবাব  হোসেন  ।