২৫/০৪/২০২০, সময় – বিকাল – ৪-২০ মিনিট


পরিবর্তন হয়নি কিছুই  ?


করোনা আসলো
ঘাড়ে বসলো  
সারা বিশ্বকে
ঘরে বন্দী করলো  ।
মারলো অনেক
দু’লাখের বেশী জনেক
রোধের ক্ষমতা নেই
ডাকে বাপরে  যেই ।

চিরবিদায় সবসময়
আছে ঘাড়ে
কখন কার
জীবনটা কাড়ে ।
এরপরও অন্তের
ভয় নেই কারো
যে যেদিকে পারো
আত্মসাত করো ।


চু্রি চামারি
ছল চাতুরী
চিটারি বাটপারি
অবৈধ কালোবাজারী
পণ্য মজুত
লাভের সুযোগ
জিনিসপত্র গুম
দাম বাড়ার ধুম
ত্রাণে চাল-ডাল
করছে  চু্রি আকাল
চাই শুধু
বেশী লাভ
ধরেছে ভাব
পকেটে বাজিমাত ।


টাকার বেলায়
হুঁশ থাকে না
মরণের কথা
মনে পড়ে না ।  


মৃত্যু  আর যমকে
এত ভয়
আপনজন ও এখন
কাছে নয় ।
নিজের  মঙ্গলে
রেখে আসে জঙ্গলে
করোনা রোগী হলে
সবাই যায় ফেলে ।


যদি করোনায়
করে ভর
মা-বাপ
ভাই-বোন
স্বামী-স্ত্রী
সবাই হয় পর ।


মৃত্যুকে যদি
এমন ভয়
অবৈধ টাকা-পয়সা
সহায় সম্পদের প্রতি
কেন এত
লোভ হয় ?


আছে অনেক বেশী
মরণের ভয়,
জীবনের ক্ষয়
যদি তাই হয়,  
লোভ-লালসার কাছে
তবু মাথা
কেন এত
নত হয় ?


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি, দেওয়ানহাট, চট্টগ্রাম  ।