৩১/১২/২০১৯, রাত – ১১-৪০


ছড়া -  শিশুর  হাসি


শিশুর হাসি মিষ্টি
সৃষ্টিকর্তার অনুপম সৃষ্টি
আধো আধো কথা
সরে যায় ব্যাথা
শিশুর পলক চাহনি
একটি সুন্দর কাহিনী
শিশু থাকে কোলে
শত দুঃখ ভু্লে
শিশু থাকে বুকে
মায়ের হৃদয়  সু্খে ।


শিশুর  আদর
আছে অনেক কদর
শিশুর ভালোবাসা
প্রাণে জাগে আশা
শিশুর পা পা হাটি
যাদুর রূপ কাটি
শিশুদের কোলাহল
মন করে দখল ।


শিশুর চঞ্চলতা
বাড়ায় ব্যাকুলতা
শিশুর মায়া
মাতৃত্বের ছায়া
শিশুর যত্ন
মায়ের রত্ন
শিশু করে দেয়
ঘর আলোকিত
প্রাণে প্রাণে
আনন্দ উদ্বেলিত ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।