১১/০৭/২০২০ ইং , সময় – বিকাল – ৫ – ৩০ মিনিট ।


ছড়া -
শ্রাবণের বর্ষণ  । ।


বৃষ্টি  ঝমঝম
তমসায় গগন
মেঘের  গর্জন
নদীতে প্লাবন ।


শ্রাবণের বর্ষণ
প্রবল সমীরণ  
পাখির কূজন
নদীতে  তরঙ্গন ।


শ্রাবনের বারিধারা
খালে স্রোতধারা
টানা বৃষ্টি পাতে
ধান লাগায় মাঠে ।


শ্রাবণের  রোপণ
ফলনে আমন
বর্ষণে কর্ষনের কাজ
কৃষকেরা ব্যস্ত   আজ  ।


চারিদিকে  থৈ থৈ পানি  
মাছ ধরার আনন্দে মন  খানি
নৌকার পাল তুলে
মাঝির গানে পরাণ ভুলে ।


অঝোর ধারায় বৃষ্টি
রাঙা ভাবনার সৃষ্টি  
কখনো অলস মন
অপেক্ষায় প্রিয়ার ক্ষণ ।


টানা বৃষ্টির সুর
কানে বাজে সুমধুর
কখনো বেদনা বিদুর
নয় তো বা আনন্দে ভরপুর ।


বৃষ্টি   যখন থামে
প্রকৃতি নীরব শান্ত প্রাণে
কথা বলে মেঘের সনে
কখন নামবে প্রাণদ রাশি শ্রাবণে !

ভরা শ্রাবণের বর্ষণ  মুখরে
স্বপ্ন   ঘেরা দুপুরে  
হাঁস ভাসে পুকুরে
হৃদ হাসে চঞ্চলার নুপুরে  । ।


শরীফ নবাব   হোসেন  ।