২৯/০৪/২০২০,  সময় – বেলা ১১-৪০ মিনিট


ছড়ায়   ছড়ায়    ফুলের   সুবাস


ফুলের যত বাহার
সুবাস তেমন তাহার
রঙে রঙে রাঙা
কবির ভাবনা চাঙা ।


জুঁই, জারুল, হাসনাহেনা
মনটা করে লুকোচু্রি
তাদের সাথে আনাগোনা  ।


গোলাপ, জবা, বেলি
অপলক প্রেম দৃষ্টিতে
তাকায় নেত্র মেলি ।


চম্পা, চামেলি, রজনীগন্ধা
দিয়ে যায় নিরবধি
মিষ্টি  মধুর সুগন্ধা ।


কামিনী, যামিনী, মাধবী
পরম মোহনীয়তায় তাদের
প্রসন্ন হয় পূজার দেবী ।


পারুল, মালতি, মল্লিকা
কাছে থাকলে তারা
ঘটে তমসার যবনিকা ।


শিমুল, বকুল, পলাশ
সু্কান্তের নিত্য পিপাসু্রা
করে শুধু তালাশ ।


তমাল, টগর, গন্ধরাজ
গড়ে তুলে মহীরাজ
অপরূপে সাজ সাজ ।


শাপলা, কৃষ্ণচূড়া, কাশফুলেরা
প্রকৃতির  নিবিড় বন্ধু  তারা
নয়নাভিরামে চির নজরকাড়া  !


ঝুমকা, পদ্ম, অপরাজিতা
কার লাগে না ভাল  ?
পরানের প্রিয়তমা মিতা ।


লাউ, কুমড়া, সরিষা
মাঠে সাজায় চাষা
বাংলা মায়ের আশা ।


লতাফুল, কাগজীফুল, হলুদফুল
রাঙায় হৃদ মাঝে  রঙ
প্রেয়সী, কিশোরী, তরুণীর কানের দুল ।


বাগানবিলাস, রক্তকরবী, নয়নতারা
লাবণ্যে ভরা, রূপের কাছে
হার মানে আকাশের তারা ।

গাঁদা, শিউলি, সূর্যমুখী
সবার প্রিয় ফুল তারা
সুদৃশ্য ও  গুণে বহুমুখী ।


ডুমুর, শতদল, জিনিয়া
আরো নাম না জানা বনফুল
মন মাতিয়ে করে আকুল ।


পথে প্রান্তরে শোভায় সৌরভে
ভরা বাংলার কত ফুল
দোলায়  চিত্তপটে অবিরাম ব্যাকুল ।


শরীফ নবাব হোসেন