তারিখ ঃ – ২৮/০৫/২০২১ ইং , সময় – রাত – ৭-৩০ মিনিট  ।


চির  অম্লান  কবি  নজরুল  ।।


বিদ্রোহী কবি নজরুল
গানে অনন্ত বুলবুল
তাঁর আধ্যাত্মিক গান
স্রষ্টার ভালোবাসা  প্রাণে জাগান
সাম্যের কবি নজরুল
মানুষের কথা বলেন অতুল ।  


নজরুলের অতুলনীয় গজল
অশান্ত হৃদয়ে সেচে জল
তিনি বিশ্ব মানবতার কবি
নিরন্তর এঁকেছেন সুখ-দুঃখের ছবি
নজরুলের সাহিত্যে শিশুতোষ
শিশুরা পেয়েছে অনাবিল পরিতোষ ।


নজরুলের দর্শনে নারী
সে অবলা কে করেছেন চির সম্মানের অধিকারি
কবির মানসে সমুজ্জ্বল মাতা
বেহেস্তের কোলে মায়ের আঁচল পাতা
নজরুলের গানে , কবিতায় দেশ প্রেম চিরন্তন
সৃজিলেন সে সব অন্তঃকরণে মন্থন ।


তাঁর সারা জীবন কর্ম সিক্ত  প্রীতি-ভালোবাসায়
তা একেবারেই স্বর্গ বয়ে আসা
নজরুলের সৃষ্টি  অন্যায়ের  প্রতিবাদী
আমৃত্যু তিনি আপোষহীন , সংগ্রামী সৈনিক কবি
তাঁর উৎসর্গ টানে না সীমারেখা
সৃষ্টির মহত্ত্ব দেশ , কাল , জাতির ঊর্ধ্বে  আঁকা ।


শরীফ নবাব  হোসেন ।