তারিখ ঃ -–০৭/১১/২০২২  ইং ।


সিটি  বাস  সার্ভিসের  গুণকীর্তন  ।।
( চট্টগ্রামে দেখা )


শরীফ নবাব হোসেন ।


চালক ক্ষণে দিলে টান
হেলপার দেয় সজোরে বারি
গাড়ি আবার থামে
আর অভাগা যাত্রীরা ঘামে
এভাবে এক জায়গায় অনেকক্ষণ
যাত্রীদের সময় নষ্ট দীর্ঘক্ষণ ।


হঠাৎ যান টি দেয় টান
মুখে চালকের সিগারেট-পান
তার গতি দশ নং ঝড়ের অংশ
যেন সবকিছু করে দেবে ধ্বংস
মানে না কোন নিয়ম-শৃঙ্খলা
যাত্রীদের সচরাচর বাড়ে জ্বালা ।


ভাড়া উঠা নামা মাত্র দশ টাকা
এদিকে যাত্রীদের পকেট ফাঁকা
গাঁজাখোরি সিদ্ধান্ত দিল কারা ?
জনগণের দুর্দশা বুঝে না তারা
বিকালের পর ধরে না সব স্টপেজ
লালখান থেকে উড়ালে বহদ্দারহাট
                                         তা তো বেশ  ! !


রাস্তার মাঝখানে নিত্য- যাত্রী উঠা নামা
ব্রেক করে প্রয়োজন নেই থামা
গাড়িতে দরজা অবধি তুলে যাত্রী
গরম , গাদাগাদি-ঠাসাঠাসি তে জান বাজি
অনিয়মেই চলে নগর ও আশপাশের পরিবহন সার্ভিস
কার কথা কে শোনে ? নেই তার হদিস ।


এ মালিক-শ্রমিকদের কাছে যাত্রীরা অসহায়
সমাধানের নেই কী কোন উপায় ?
এত সব অনিয়ম-বিশৃঙ্খলা  , ট্রাফিক আইনের নয় ঊর্ধ্বে !
কী-ভাবে পার পায় তারা সদর্পে ?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের- আশু ব্যবস্থা গ্রহণ দরকার
অনিয়ম ভেঙ্গে সঠিক শৃঙ্খলায় আসবে আবার ।।


শরীফ নবাব হোসেন ।