০১/০১/২০২০


চরিত্র  গঠন  ও  ইহার  ব্যবহার


মানুষের সৎ চরিত্র
জগতে মহা পবিত্র
হবে সুন্দর চরিত্রবান
সমাজে তিনি মহা মূল্যবান ।


সৎ কাজ করে যে
চরিত্রবান হয় সে
সুচিন্তায় থাকে মগ্ন
চরিত্রবান হয় ধন্য
ভালো ভালো কর্ম
চরিত্রবানের ধর্ম ।


অসৎ চিন্তা, অসৎ কাজ
চরিত্রবানের তথা বেজায় লাজ
মানুষের  করবে মংগল
উত্তম চরিত্রের সম্বল
বিপদ গামী হয় তারা
চরিত্র হারায় যারা ।


ছোট বেলায় থেকে চরিত্র
গঠনে হবে সচেষ্ট  
চরিত্র গঠনের ভিত্তি
পরিবার হবে নিত্তি
চরিত্রবানের ভালো আচরণ
সমাজে করবে বিচরণ ।


অফিস-আদালতে দরকার
সুচরিত্রের সু্কর্মের ব্যবহার
শিক্ষালয়ে করিবে সঞ্চালন
উত্তম চরিত্র গঠনে অনুশীলন
জম্ম  থেকে মৃত্যুকাল
শুভ চরিত্র চর্চার সময়কাল  ।


চরিত্রের মূল্য অনন্ত অপরিসীম
দুনিয়া জুড়ে এর অস্থিত্ব সীমাহীন
জীবন হয় তো যদি চরিত্রহীন
ইহকাল-পরকালে সে মূল্যহীন
জীবন চলে ক্ষণস্থায়ী
চরিত্রের ফলাফল দীর্ঘস্থায়ী ।
চরিত্রের সুন্দর আদর্শ  
নদীর মতো বহমান
ইহার সুবাস, সৌরব, গৌরব
নিরন্তর ভাবে আবহমান ।


লক্ষ ফুলের সৌরভ
একটি আদর্শ চরিত্রের গৌরব
স্থান, কাল, পাত্র  ভেদাভেদ ভুলে
সৎ ও খাঁটি চরিত্রের করবো ব্যবহার
হৃদয় রাজ্যে বানাবো তারে মহারাজা
হবো না কারো, কোন শক্তির তাবেদার ।


শরীফ নবাব হোসেন ।