১৪/০১/২০২০, সকাল – ৭-০০ টা


দা  য়ি  ত্ব  হী  ন ! ! !



পরিবারে রাখে না কোন অবদান
ভাল-মন্দ সবকিছু এদের কাছে এক সমান ।
সমাজের মস্ত  বড় বোঝা
এদের দিয়ে হয় না আলোর সন্ধ্যান  খোঁজা ।
জীবন পথে তাদের সাথে চলা
পদে পদে খেতে হয় কান মলা
নিজের বেলায় কানা-কড়ি ষোল আনা
পরের তরে সর্বদা আনমনা ।


করতে পারে না কারো উপকার
এর চেয়ে ঢের ঘটায় অপকার
অকাজের অঘটন ঘটন পটিয়সী
খোঁজে ফিরে প্রাণান্তরে মৌটুসী ।
কাজের চেয়ে করে বেশী অকাজ
তিক্ততায় ভরে থাকে সকাল থেকে সাঁঝ
কথায় কথায় ছাড়ে কথার ফুলঝুড়ি
খপ্পরে পরলে তাদের দিতে হয় হামাগুড়ি ।

খোঁজে শুধু নিজেদের সুখ-ভোগ
অন্যদের পোহাতে  হয়  দুর্ভোগ
কর্তব্য কাজে করে অবহেলা
ভোগান্তিতে হয় পরের মরণ-জ্বালা ।
অফিস-আদালতে তারা বিবেকহী্ন
সাধারণ মানুষের কষ্ট  তাতে অন্তহীন
কার কী হবে ! এদের নেই সে চেতনা
মানুষদের বাড়ে অপরিসীম দুঃখ-যাতনা ।


দায়িত্ব  নিয়ে ঘাপটি মেরে বসে থাকে চুপ
সুযোগ বুঝে সুবিধা  আদায়ে মারে খোপ
এরা মূল্যায়ণ করে না পবিত্রতম পদের মর্যাদা
তাই পদটিকে দলিত-মথিত করে রাখে আলুভাজা ।
এরা হলো দায়িত্ব, কর্তব্য ও কর্ম  খেলাপী
লোভাতুরেরা খেতে চাই কড়া ভাজা জিলাপী
গুরুত্বপূর্ণ  পদ থেকে সময় থাকতে  এদের করতে হয় অপসারণ  
নইলে সমাজ ও রাষ্ট্রের জন্য ডেকে আনে মরণ !


শরীফ নবাব হোসেন , স্যাম্ব, মীরবাড়ী , দেওয়ানহাট