তারিখ ঃ -–24/11/2022 ইং ।


দাম  শুনে  ঘাম  ? ?


অনেক দামের চিনি
কিনতে গায়ের রক্ত পানি
বেশী দামের আটা
কপাল মোদের ফাটা ।


চালের দাম ও বাড়ছে অতি
কী হবে , গরীব-দুঃখীর গতি  ?
কিনতে হলে সরিষা , সয়াবিন
করতে হয় শুধুই ঋণ ।


দাম বেড়েছে ময়দা
কেহ কেহ লুটছে ফায়দা
ঔষধের দাম অনেক বাড়তি
জীবনের মূল্য টাই কেবল কমতি ।


মাছ-মাংসের দাম আগুন
কম যায় না ও বেগুন
ডাল , বুট , মটর , সুজি
দামে পিছে নেই তারাও বুঝি  !


ক্রেতা কে করে উপহাস
পণ্য মূল্য বলে – আমিই শাবাশ ! !
আমাকে করবি আগে সালাম
তোদের চেয়ে বেশী মোর দাম ।


কী খাবেন , কোথায় যাবেন  ?
জন দরদী কোথায় পাবেন
দাম শুনেই ঝরে ঘাম
যারা বাড়ায় , তাদের কত সুখ
আর আরাম  ! !


শরীফ নবাব  হোসেন ।