০৮/১২/২০১৯, দুপুর -১-৩০ মিনিট


দেশ প্রেম


সুন্দর একটি দেশ মোদের
সুন্দর পরিচর্যা চাই,
দেশের সেবার চাইতে বেশী
সুখ আর কোথাও  এমন নাই ।


দেশ প্রেম ঈমানের অংগ
একথাটি সবাই মানব,
দেশ সেবার এমন পূণ্যের কাজ
কোথায় মোরা পাব ।


মাতা ও দেশ এক কথা
এদের দুঃখে আমরা পাবো ব্যাথা,
তাদের সু্খে হবো সু্খী
দেশের কাজে হবো সবাই মুখামুখী ।


স্বদেশ কখনো হয় না পর
বিদেশও কভূ হয় না আপন,
এখানেই করবো আমাদের জীবনযাপন
এই জন্মভূমিতেই  হবে মোদের জীবনাবসান ।


দেশের তরে লড়ব, দেশের তরে মরবো,
স্বদেশের গান সদা গাইব,
অন্যায় যত প্রতিরোধ করবো,
কাজ-কর্মে, হাসি মুখে আপন দেশ গড়বো ।


অমসৃণ, বাধা-বিঘ্নের পাহাড় ডিঙাব
মনন, মেধা, শক্তি-সামর্থ কাজে লাগাব,
কঠিন কাজ সহজ করে করব,
রঙীন স্বপ্ন গুলো মুক্ত  আকাশে উড়াব ।


দেশ প্রেমের মধ্যে  আছে জীবন
জীবনের মধ্যে বিকশিত মানবতা,
দেশ প্রেম, জীবন, ও  মানবতায়
গাঁথিব মালা হৃদয় দিয়ে এক আত্মায় ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।