১০/০১/২০২০ ইং , সময় – বিকাল – ২-৩০ মিনিট ।


দেশের  স্বার্থ  ।।


দুর্নীতির বদ অভ্যাস ছাড়
দেশ টা কার ?
দেশ টা নয় তো লুটরাজের
দেশ টা আপামর জনতার ।


দু্র্নীতিতে দেশ হয় ছাড়কার  
এটা দেশের জন্য মারাত্মক ক্যান্সার
দু্র্নীতিকে রোধ করা প্রয়োজন
তখন শান্তি ও স্বস্থির হবে আয়োজন ।

স্বজন প্রীতিতে ঘটে না মেধার বিকাশ
এ চর্চাতে অযোগ্য লোকের হয় প্রকাশ
স্বজন প্রীতির কারণে পায় না ন্যায্য অধিকার
আসল ব্যক্তির কপালে জুটে না কাজের ভার ।


অধিকার নয় কারো দয়া
যার কাছে যে অধিকার গচ্ছিত তার দায়িত্ব তা ফিরিয়ে দেয়া ,
এটা মানে না , বুঝে না যে জন
কে বলে মানুষ তারে পশু সে জন !

দায়িত্ব পালন না করা বড় অপরাধ
নানা ফন্দি ফিকিরে তারা পায় মাপ
দায়িত্ব পালন করাটা মহা পবিত্র
না করলে পেশা কে করা হয় অপবিত্র ।


ঘুষের তদবির , ঘুষের পিছে ঘুরাঘুরি ছাড়্
ঘুষে নষ্ট  হয় জীবন ও সমাজ বার বার
দাপ্তরিক কাজে করবি না কাউকে হয়রানি
কাজ ঠিক ভাবে পাওয়া টা ব্যক্তির অধিকার জানি ।


মিথ্যার বেসাতি কর ত্যাগ
গ্রহণ করো সত্যের স্বাদ
সাত পাঁচ করে ঠকানো নয়
আল্লাহ কে , বিধি কে কর ভয় ।


মানুষের প্রাপ্য দিতে হয় মিটিয়ে
অস্বীকার কারীকে বিদায় করো ঝেটিয়ে
মনে-প্রাণে কল্যাণের টা করা উচিত
মন্দ টা আপাদ মস্তক বর্জন সমুচিত ।


সকল মানবের সুচারু , শুভদ প্রত্যাশা ই ধর্ম
কারো কিঞ্চিত ক্ষতি করাও অধর্ম
সৃষ্টির জীব কে স্বাচ্ছন্দে বাঁচতে দাও
যদি নিজের ও বসুধার মঙ্গল চাও !


শরীফ নবাব  হোসেন ।