৩১/০১/২০২১ ইং , সময় – সন্ধ্যা – ৬-২০ মিনিট ।


        ধর্ম  অধর্ম  ।।


অনুভবে ধর্ম ও অধর্ম  বলে
একটা চর্চার জিনিস আছে ,
যদিও ধর্ম-অধর্ম  
যায় না দেখা,
অনুভূতিতে যায় ছাঁকা
অনুশীলন ভেদে ফল যায় বুঝা ।


ধর্ম-অধর্ম  সম্পূর্ণ  একটা বিশ্বাস
এ বিশ্বাসের সম্পর্ক আত্মার ,
মানলে মানা যায়
না মানলে না ,
তবে ধর্ম-অধর্মের কাজ গুলো  
ভালো-মন্দ , শুভ-অশুভ নিয়ে ঘটে ।


           বিশ্বাসে বলে –
ধর্ম  কল্যাণের , অধর্ম  বিনাশে র ,
কল্যাণকর চিন্তা ও কাজ আনে শান্তি
অকল্যাণে আসে অশান্তি ,
সত্য তে শুভ সৃষ্টি
মিথ্যার মাঝে অনাসৃষ্টি ,
ভালোবাসায় জমাট বাঁধে আত্মার বন্ধন
হিংসা-বিদ্বেষে ধরে মানুষের ক্রন্দন ।

ধর্মীয় বিশ্বাসের কাজ সুরম্য
যেখানে অধর্ম  সেখানে অসুন্দর ,
মানুষের সার্বিক মানবতায় ধর্ম
অধর্ম  বিস্তার করে অমানবিকতা ,
ধর্মের নামে কোন অশুভ কাজ
তাহা পুরোপুরি ই অধর্ম ।


পারস্পরিক শ্রদ্ধাবোধই সৌন্দর্য
অশ্রদ্ধা র আচরণ জন্ম দেয় কদর্য ,
ন্যায়-নিষ্ঠা মাঝে সামাজিক স্থিতিশীলতা
অন্যায়-অবিচারে বাড়ে অস্থিতিশীল তা ,
পরোপকারে সতত কল্যাণ
পরের অনিষ্ট তে যত তমসার বাণ ।


অপর কে কষ্ট দিয়ে সচরাচর
মানুষ পেতে চাই সুখ ,
কিন্তু , অদৃষ্টের ইশারায় পরিশেষে
জ্বালা-যন্ত্রণায় বাড়ে তাতে দুখ ,
         যে যা-ই বলুক –
অধর্মতে সূচনা পার্থিব জীবনে যাতনা
প্রকৃত ধর্মীয় অনুশীলনে আসে সুখের উন্মাদনা !


             আসল কথা –
পরকালে কী হবে তা কেউ জানে না
মৃত্যুর পর কী হচ্ছে তা কেহ দেখে না ,
তবুও , পৃথিবীতে আদম সন্তান
ভালো কাজের ফল পেয়ে থাকে ভালো ,
আর মন্দ-পাপ কাজের বাড়াবাড়ি
প্রকৃতির নিয়মেই তার প্রাপ্তি ঘটে খারাপ ।
তাই ধর্ম-অধর্ম মেনে চললে
আত্মার সত্তায় তা লালন করলে ,
ধরার ধরণীতে ই অহংবোধের  মানুষ দুখ-সুখ
তার ফসল করে থাকে ভোগ ।


শরীফ নবাব  হোসেন ।