২৮/০৪/২০১৯, সময় – রাত – ৯ – ১৫ মিনিট


ধর্মের   মর্মবাণী


সব ধর্মের  মর্মবাণী সত্যের গভীরতায় এক
ধর্মের আসল রূপটাই কল্যাণ
ধর্ম  মানেই তো শান্তি
ধর্ম  মানেই তো সম্প্রীতি
ধর্মের  মর্ম  কথা মানুষকে ভালোবাসা ।


ধর্মের  মহত্ব  ও মহানুভবতা একই সুরে গাঁথা
কেউ ভিন্ন করতে চাইলে সেটা হবে অধর্ম
ধর্মে নেই কোন ঠাঁই অশুভ কর্মের
জীব বা মানবের ক্ষতি করে তুমি  করছো কোন ধর্ম ?


বিনা কারণে -
বিষধর সাপ কেও মারতে বলেনি কোন ধর্ম
হিংস্র প্রামাণিক না
কীট-পতঙ্গ কেও আঘাত করা না
কাটতে বলেনি কোন পাহাড়, বৃক্ষ, লতা-গুল্ম  
তাহলে মানুষকে বিনাশ করবে কেন মানুষ  ?


মায়ের দুধে  নেইকো কোন ভেদাভেদ  
বসু্মাতায় সব মায়ের স্নেহ-মমতাও এক
প্রকৃতির  বাঁধন ও  অবদান একিই
তবে তুমি  কেন মানুষের মাঝে
তৈরী করছো এত বিভেদ  ?


প্রত্যেক পুণ্যকর্মের মূল বাণী অনেক সুশোভন ও মহৎ
নিজ নিজ সদাচার পালনে ব্রতী হও সত্যিকার
মানব পূজায় দেখা পাবে পূত-পবিত্র অবতার  
মেদিনী হবে শান্তিতে কান্তিমান রূপকার  ! !


শরীফ নবাব হোসেন  ।