২১/০১/২০২১ ইং , সময়- সকাল – ৮-৩০ মিনিট ।


ধোঁকাবাজি  ! !


রাজনীতিতে  ধোঁকাবাজি
ব্যবসা তে ঠক ,
সমাজ সেবা তে চালাকি
শিকার ধরে বক ।


নেতার নেই আদর্শ
কর্মী ও তেমন ভাই ,
আদর্শ  বলে জিগির করে
সে আদর্শ কে ছিকায় তোলে ।


পাতি নেতা
ছাতা ধরে ,
উঠতি নেতা হাসে
বাঁদর লাফায় গাছে ।


স্বপ্ন দেখে
নেতা হবো ,
সহজে সহস্র কোটি
টাকা বানাবো ।


দেশ ও জনগণ যাক
অসাড় গোল্লায় ,
সুযোগ সন্ধানীর জীবন
ভরে সুখের মেলায় ।


তারা নেতা সাজে
ছলে বলে কৌশলে ,
জোচ্চুরি , পুকুর চুরি
সবই ঠিকমতো চলে ।


যার যার আখের আঁটি
সে সে গুছায় ,
মানুষের তরে চিন্তার সময়
কারো মাথায় নাই ।


কাঠ বিড়ালী দৌড়ে
গাছ গাছালির ডালে ডালে ,
অসৎ-অসাধু রা পেরেক মারে
সাধারণের ভালে ভালে ।


কীট-পতঙ্গরা খায় , চড়ে
পাতায় পাতায় ,
মানুষ রূপী কীট রা খায়
বসে অন্য সবার মাথায় ।
  
নৈতিক অধঃপতন
মানবিক মূল্যবোধের অবক্ষয়
সবই অহরহ ঘটে
হোতা রা নিরাপদে রয় বটে ?


এমনি যদি চলতে থাকে
আম-জনতার কপাল ফাটে ,
দুর্নীতির জাল ছিঁড়তে হবে
চলে যেথায় ঘাটে ঘাটে ।


শরীফ নবাব  হোসেন ।