তারিখ ঃ ১৩/০৩/২০২০ ইং, সময় – রাত ৮-০০টা


ধর্ম  ও বিজ্ঞান !


ধর্মে  আছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংগ
নানা রোগ ব্যাধি ছড়ায় করলে ইহা ভংগ ।
পবিত্রতা ও ইবাদত অঙ্গাঙ্গিভাবে জড়িত
পবিত্রতা অনেক রোগ-বালাই কে করে বিতাড়িত ।
ইবাদতের জন্য পবিত্র-পরিচ্ছন্ন  থাকা চাই
এটাও সুস্থ  থাকার একটা উপায় ।
ইবাদতের জন্য পোশাক-পরিচ্ছদ ও পবিত্র থাকা  দরকার
মানুষের সুস্থতার জন্য এর প্রয়োজন আছে আবার ।

পবিত্রতা ও পরিচ্ছন্নতা ব্যতীত হয় না কোন ধর্ম-কর্ম
সহজে বুঝতে হয় এর সঠিক মর্ম  ।
নামাজ-রোজা নিয়মিত করা চাই
এগুলো সুস্থ  থাকার অনেক ভালো উপায় ।
ধর্ম  বলে পরিমিত খেতে
এর ফলে পারে শারীরিক  ভালো থাকতে ।  
মিসওয়াক করা সুন্নত
দাঁত থাকে শক্ত ও  বহুগুণে মজবুত ।


ধর্ম-কর্ম পালনে  কায়া-মন থাকে প্রশান্তি
এতে দূর  হয় সার্বিক অশান্তি ।
বিজ্ঞানে আছে সকল ধর্মের প্রভাব
ধর্ম  অনুশীলনে কমায় বিজ্ঞানের অভাব ।


পুণ্য কর্মের সঠিক চর্চায়  আমরা পেতে পারি
অনেক রোগশোক থেকে মুক্তি,
ধর্মতত্ত্বে  নিহিত আছে প্রাত্যহিক জীবনে
বিজ্ঞান ও চিকিৎসা-শাস্ত্রের অন্তহীন যুক্তি ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।