২৫/০৯/২০১৯
দুপুর-২-১৩ মি:


ধর্ম ও শান্তি


ধর্মের  মাঝে  শান্তি
শান্তির মাঝে ধর্ম
শান্তিই  তো ধর্ম
শান্তির বাণিতেই  ধর্ম
শান্তির কাজই ধর্ম
ধর্মে কোন অশান্তি নেই
কোন অকল্যাণ কোন ধর্মে নেই ।


ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম,
ইসলামে আছে- যার ধর্ম
সেই পালন করবে,
কোন ধর্ম চাপানো যাবে না,
জোর-জবরদস্তি করে
মানুষের ন্যূনতম অধিকার খর্ব
ইসলামে নেই ।


যেখানে ন্যায় বিচার নেই-
সেখানে ধর্ম নেই,
অন্যায়, নির্যাতন, জুলুম, নিপীড়নের
ধর্মে নেই কোন স্থান ।


তাইতো  স্রষ্টাকে পেতে হলে
ভালোবাসতে হবে মানুষকে,
ভালবাসতে হবে সৃষ্টিকে,
ভালবাসতে হবে পরিবেশ ও প্রতিবেশকে,
মানুষের সেবার মাঝে আছে
স্রষ্টার সানিধ্য লাভ ।


ভগবান বুদ্ধ বলেন,
অহিংস পরম ধর্ম
আরো বলেন তিনি
জীব হত্যা মহাপাপ।
এ বাণীতে জীবনই মুখ্য
শান্তিই এখানে ধর্মের মূলমন্ত্র ।


ধর্মগুরু স্বামী বিবেকানন্দ বলেন,
"জীবে প্রেম করে যে জন
সে জন সেবিছে ঈশবর" ।


এখানে মহা্ন প্রভুকে পাবার পরম
পুণে্যর কাজ সারবিকতাই জীবনের সেবা করা।


সুতরাং সকল ধর্মের মর্ম বানী এক ও অভিন্ন,
আর তাহলো শান্তি  ও মানব সেবাই জগতে অনন্য।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি