০১/০৫/২০১৯ , সময় – বিকাল – ৪ -০০ টা


দুর্নীতি বাজ  ?


দুর্নীতি বাজ  দের সামাজিক ভাবে
বয়কট কর ,
তাদেরকে আত্মা থেকে
হিংসা করো , ঘৃণা করো ।
অফিস আদালতে কারা ঘুষখোর , দুর্নীতি বাজ
তা সবাই জানে ,
সমাজে কারা দুর্নীতি বাজ
তাহা সবাই চিনে ,
তাহলে তাদের বিরুদ্ধে  অবস্থান নিতে
অসুবিধা কোথায় ?


তাদের কে চিহ্নিত করতে
আপত্তি  কোথায়  ?
তারা তো আকাশ থেকে আসেনি
তাদের বিচরণ তো এ সমাজে !


অবৈধ কাজ সামাজিক ব্যাধি ক্যানসার
এর কারিগরেরা ক্যান্সারের জীবাণু ।
ক্যান্সারের ঔষধ যেমন থেরাপি
দুর্নীতির থেরাপি তেমন গণ প্রতিরোধ ।
প্রতিরোধ করতে করতে এক সময়
ফল আসবে সফলতার ।


প্রতিরোধের প্রতিষেধক হবে
ভুক্তভোগী জনগণ ,
যেখানে দুর্নীতি , সেখানে সচেতন ভাবে বাধা
এটাই দুষ্কর্মের প্রতিষেধক ।


আরেকটা প্রতিষেধক –
জনগণের ব্যাপক সচেতনতা ,
কাজ আদায়ের জন্য তারা
দেবে না  আলাদা-উপরি  কিছু
যার দায়িত্ব পালন করবে সে
কাজ চলবে আপন  গতিতে ।


দেশের আইনে কমবে না দুর্নীতি
এ আইন গতানুগতিক অসাড় গীতি ,
প্রয়োগ আরো জটিল ও সময় সাপেক্ষন
তাই এর প্রায়োগিক ধারার দরকার পরিবর্তন ।


বিচার কাঠামোর অবস্থা কালক্ষেপণ ও স্থবির
এ ব্যবস্থা  কাউকে ফাঁসায়
কাউকে বাঁচায় ও কাউকে হাসায়
আসল দোষী দের নিরাপদে রেখে নাচায় ।


মানুষ যতদিন না হবে সোচ্চার
ভুক্তভোগী রা  যতদিন উঠবে না জেগে আবার
দুর্নীতি বাজরা  শোষণ নীতি চালাবে বারবার
অসহায় জাতি তাকিয়ে থাকবে ভবে চমৎকার !


অবৈধ লিপ্সা , ঘুষ ও দুর্নীতির করাল থাবা    
এইড্স , মাদক , মহামারী ,টর্নেডো ও সুনামির
চেয়েও অনেক বেশী ভয়ংকর ,
কোনটা চাক্ষুষ দেখা যায়
কোনটা চুষে চুষে সাধারণের রক্ত  খায় ,
তাই উভয় থেকে মানুষ নিস্তার চায় !


মধু মিয়া ! সারা জীবন পাবলিক থেকে
খেয়ে গেল মধু ,
ভোগ-বিলাসে বিভোর ছিলো শুধু ,
জীবনের শেষ বেলায় খানিকটা
দান-খয়রাত করে দিল বাপ ,
তাতে কী মুক্ত  হলো জনমের অভিশাপ  ?  


কতই বা ছিল বেতন
নিজেকে রাখিছে যতন  
আকাশে উড়িয়েছে কেতন ,
দামী গাড়ি , দামী বাড়ি
ব্যাংকের জমা কাড়ি কাড়ি
জীবনটা ভরে তুলে ছিলো আহা মরি !  


শরীফ নবাব