০৯/০২ ।/২০২০, বিকাল – ৫-০০টা


ছড়া


দ্রব্যমূল্যের  উর্ধবগতি  !


চলছে  দ্রব্যমূল্যের  উর্ধবগতি
ক্রেতার ঠিক থাকে না মতিগতি
মজুতকারী খুশীতে বেজায়
ক্রেতা সাধারণ খুবিই অসহায় ।


মূল্য বাড়ার নেইকো সীমা
ইচ্ছা থাকলেও যায় না কেনা
সিন্ডিকেটকারীরা  মহাখুশী  
ক্রেতার টাকা গুণতে হয় বেশী  ।


পাবলিকের ভাগ্য বেগতি
সিন্ডিকেটকারীদের পকেট সুগতি
আয়-ব্যয় কারো পোষায় না
সংসারের জ্বালা কমে না ।


ওদের জুটে লাভের উপর লাভ
মানুষের ঘাড়ে মরণ ফাঁদ
ভোক্তাগণ পায় কষ্ট
তাদের হয় আত্মতুষ্ট  ।


যাদের আয় সীমিত
তাদের হবে কী পরিণতি ?
হবে আর কী
জীবন চলার পথে দুর্গতি  !


দাম একবার বাড়লে আর কমে না
যমে যেমন ছাড়ে না
দাম বাড়ে বারোমাস
সাধারণের হয় সর্বনাশ !


বাজার দেখলে -
গিন্নীর মাথা হয় গরম
কর্তার  সুর নরম
বলে- বাজারের অবসথা চরম  !  


দাম বাড়লে নেই হুশ
যাদের আছে ঘুষ !
আছে যার অবৈধ ঝাড়িঝুরি
বাজার করে সে ভুড়ি ভুড়ি ।


দাম বাড়লে বাড়ে ভেজাল
ওজনেও দেয় কম
ক্রেতার হয় মাথা নষ্ট  
খারাপ হয় মেজাজ-মন !


শরীফ নবাব হোসেন