০৮/০৬/২০২০ , সময় – বিকা – ৪-০০ টা


দ্রুত নিঃশেষিত  তাজা প্রাণ । ।


অনেক আপনজন  আর নেই ?
কয়েক দিন আগেও মহী তে ছিল
ছিল তাদের কর্ম ব্যস্ততা
পারিবারিক কাজে সদা সতর্কতা
চলাফেরা , উঠা বসা ও খাওয়া-দাওয়া
সামাজিক ভাবে বিচরণ
প্রয়াত আত্মীয়-স্বজনের শেষকৃত্যে অংশগ্রহণ
আজ তাঁরা  জগতে নেই ?


মৃত্যুর আগে ও  পরে
আপনজন কাছে যেতে পারছে না
সেবা করা , ঔষধ পত্র ও খাবার খাওয়ানো
সান্নিধ্য দেয়া , সাহস যোগানো
মনের কথা বলা ও শুনা
সবকিছু থেকে বিরত থাকতে হচ্ছে
অনিচ্ছা সত্ত্বেও অতি আত্মার নিকট জনকে  ।
  
শেষ বিদায়ের অনুষ্ঠানে নেই কেহ কাছে
স্পর্শ দিয়ে বিদায় জানানো দূরে থাক
কোন রকমে মাটির গর্তে  চাপা দেয়া
বা পোড়ায়ে ভস্ম  করা
এটুকু পারলেই স্বজনেরা বাঁচে !


করোনা  ?  অবনীর
সব নিয়ম-নীতির করে দিয়েছে পরিবর্তন
মানুষ তার বিরুদ্ধে  না পারছে প্রতিবাদ
না পারছে কোন বাধা
না পারছে শায়েস্তা  করতে বা ব্যবস্থা নিতে ।


সে এক অদৃষ্ট  অপ্রতিরোধ্য শক্তি !
গোটা ভূমণ্ডল তার ভয়ে তটস্থ ।
অনেক গবেষক বহু রকম
প্রতিরোধক, প্রতিষেধক বা পূর্ব ব্যবস্থার
কথা বললেও  সঠিক ভাবে
কোনোটাই তেমন কার্যকর হচ্ছে না ।


এ সংকট কালে –
মানুষের মনোবল , ধৈর্য , সহিষ্ণুতা , সততা
নীতি-নৈতিকতা , সামাজিক প্রথা ও নিয়ম-কানুন
প্রকৃতির  চিরাচরিত বিধি বিধান মেনে চলা
নিজ নিজ ধর্মীয়  অনুশাসন মানা
সৃষ্টিকর্তার  প্রতি আনুগত্য ও পূর্ণ আস্থায় অটল থাকা
চিকিৎসা বিজ্ঞানের ধারায় ধারাবাহিক চিকিৎসা
এসব বিষয় কঠোর অনুশীলনে হয়তো একদিন
এ মরণ ঘাতী মহামারী থেকে পাওয়া যাবে পরিত্রাণ  ! !


শরীফ নবাব  হোসেন ।।