তারিখ ঃ – ২২-০১-২০২২ ইং ,  সময় – বিকাল – ২-২০ মিনিট ।


দুষ্ট   চক্রের  করাল  গ্রাস ।।


বাহুল্যতা –
সেটা জঞ্জাল , আগাছা
মূল জিনিসকে  করে দেয় নষ্ট ।


অহংকার –
জ্বলন্ত অঙ্গার
জ্বালিয়ে পুড়িয়ে সুকৃতিকে করে ছাড়কার ।


আমিত্ব –
তারা এক প্রকার রোগাক্রান্ত
রোগের কবলে হারায় দশের তত্ত্ব ।


অপচয় –
দেশ , সমাজ ও মানুষের ভয়ানক ক্ষতি
এ অর্থ-সম্পদে করা যায় বহুত সদ্‌গতি ।


রটনা –
এর দ্বারা ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা
বাজে কাজ , বাজে কথার আস্তানা ।


মিথ্যা ও মিথ্যুক –
সকল অশুভ , সকল অনিষ্টের আখড়া
এর সাথে গড়বে না সখ্যতা ।


চাটুকার –
এদের কে সজ্ঞানে করি বর্জন
সামাজিক ক্যানসার , তাদের দিয়ে হয় না মঙ্গল কিছু অর্জন ।


ঘুষখোর , ঘুষ গ্রহণ –
জঘন্য পাপ , মানুষের নিত্য ঘটায় সর্বনাশ
ওরা দেশ ও জাতির কাল সাপ ।
উৎকোচ বাণিজ্য –
সর্ব সাধারণকে সর্বদা করছে সর্বস্বান্ত
এদের লোলুপ দাপটে জনগণ অশান্ত
উপরি পাওনায় মশায় রা প্রশান্ত ! !


কালো রাজনীতি –
মিথ্যার নিরন্তর বেসাতি , অসৎ কাজের কাজী
দেশের সম্পদ লুট , সময় মত বিদেশ ছুট ।


খল নেতা –
চাপাবাজি , মিথ্যাচার , পা চাটা ই বিশাল যোগ্যতা
রাজনীতিকে কলুষিত করে জাতির বাজাচ্ছে বারোটা ।।


সিন্ডিকেট কালোবাজারি –
দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের গলায় কষে দড়ি
জীবন কে উপভোগে বিভোর , মানুষের ঘাড়ে চড়ি ।


ভেজাল মেশানো , ভেজাল বাজার জাত -
প্রতি মুহূর্তে মূল্যবান জীবন করে খুন
অর্থ-বিত্ত , ধন-সম্পদ বাড়ায় হাজার গুণ ।


শরীফ নবাব হো্সেন ।