২৯/১১/২০১৯, ভোর-৬-৩০ মিঃ


ইবাদত ও সৎ কর্ম


কলেমা পড়বে,
নামাজ পড়বে, রোযা পালন করবে,
যাকাত আদায় করবে,
সৎ কাজ করবে, সৎ কথা বলবে,
সৎ পথে চলবে,
মানুষের সেবা করবে ।


দুঃস্থ ও রোগীকে  সাহায্য করবে,
সৎ কাজের আদেশ দিবে,
অসৎ কাজের নিষেধ করবে,
পর নিন্দা চর্চা থেকে বিরত থাকবে,
প্রতিবেশীদের উপকার করবে,
তাদের সাথে ভাল ব্যবহার করবে,
আমানত রক্ষা করবে শতভাগ,
তাহলে ইবাদত কবুল হবে,
ইবাদতের আমল সার্থক হবে ।


কলেমা পড়বে,
নামাজ পড়বে, রোযা পালন করবে,
যাকাত আদায় করবে,
অন্যায়-অসৎ কাজ করবে না,
ওজনে কম দেবে না,
খারাপ পণ্য চালাবে না,
মজুতদারি-কালবাজারি করবে না,
মানুষকে জিম্মী করে
উৎকোচ আদায় করবে না।


প্রতিবেশীকে নিপীড়ন করবে না,
কোন মানুষের ক্ষতি করবে না,
পরিবেশ নষ্ট করবে না,
জীব-বৈচিত্র ধ্বংস করবে না,
মানব জাতির অকল্যাণ চিন্তা করবে না,
তাহলেই তার ইবাদত কবুল হবে ।
ইবাদত ও অসৎকাজ এক সাথে চলতে পারে না,
অন্যথাই ইবাদত হবে মুল্যহীন ও অন্তঃসার শূন্য ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মিরবাড়ী, দেওয়ানহাট ।