তারিখ ঃ – ০১/০৫/২০২২ ইং , সময় – দুপুর ঃ  ১-৫০ মিনিট ।


ঈদের   শিক্ষা  ও   আদর্শ  ।।


ঈদ মোবারক -
বন্ধন শুভ হোক
ভালোবাসায় সিক্ত হোক
ঈদ মোবারক –
প্রত্যেকের জীবন
সুন্দর হোক
সুখময় হোক
চলার পথ স্বাচ্ছন্দ্যময় হোক ।


ঈদের যথার্থ আদর্শ –
বৈরিতা নয়
জুলুম নয়
নির্যাতন নয়
অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ নয়
দখল করা বা
দখলে রাখা নয়
জন মনে কষ্ট পাবে
এমন  কিছু নয় ।



ঈদের ভাব ধারা থেকে
শিক্ষা নেব …………………
মানুষকে খুশিতে রাখবো
রাখবো শান্তিতে
হাসি মুখে
করবো দূর ----------------
দুঃখ-কষ্ট , বেদনা
জ্বালা যন্ত্রণা
দুষ্টের কুমন্ত্রণা ।


ব্যবস্থা হবে –
দেশের মানুষের
অন্ন , বস্ত্র , আশ্রয়
পাবে শিক্ষা , চিকিৎসা
জীবনের নিরাপত্তা
নিশ্চিত হবে
সর্বদা সর্ব ক্ষেত্রে
ন্যায় বিচার ।


দ্রব্যমূল্য থাকবে
স্থিতিশীল
সাধারণের  ক্রয় ক্ষমতার  মধ্যে ,
উৎসব-অনুষ্ঠানে
মহা প্রতিযোগিতা
বাড়বে না দাম ,
যা না হলে
অসহনীয় ভোগান্তি মেলে
প্রতিদিন প্রতিক্ষণে ।


ঈদের শিক্ষা –
আমরা যে , যেখানে আছি
যেভাবে আছি
যে পেশায় নিয়োজিত
কোন মানবের জন্য
হবো না পীড়াদায়ক
অশান্তি বা দুর্গতির কারণ  ? ?


শরীফ নবাব হোসেন ।