তারিখ ঃ – ০১/০৫/২০২২ ইং , সময় – সকল ঃ ৮- ৩০ মিনিট ।



ঈদ   আনন্দ  ! !


ঈদের খুশি সবার
ঈদ টা ভারী মজার
ঈদের চাঁদ উঠলে ‘পরে
আমোদের বন্যা উচলে পড়ে ।


সবাই সবার ঘরে যায়
ফিরনি , সেমাই , মিষ্টি খায়
ধনী গরীব ভেদাভেদ নাই
এতে ই আত্মার শান্তি পায় ।


পরিধানে  নতুন জামা  
ফুর্তির জোয়ারে  আটখানা
জমায়েত এক ঈদগাহে
সবকিছু আল্লার রাহে ।



আজকে  করে অঢেল দান
ভরে নিঃস্ব , গরীব-দুঃখীর প্রাণ
ভালোবাসায় ভরে প্রাণের আঙিনা
হাসে বিধু , কিরণমালী , নীলিমা !  


এতিমদের সবাই খোঁজ নেয়
সাধ্যমত তাদের উপহার দেয়
আত্মীয়-স্বজনের করে তালাশ
তাতেই বাড়ে মনের বিলাস ।


থাকে না বিষাদ কারো মনে
হিংসা-কালিমা কারো সনে
একে অপর কে ধরে বুকে জড়িয়ে
মায়া-মমতা , প্রেম দেয়  ছড়িয়ে ।


ঈদ আসে প্রতি বছর
সাথে থাকে সুখানন্দের সাগর
চিত্তের দৈন্যতা বিভেদ ভুলে
ঈদের উল্লাস নেন ফুলে ফুলে  ! !



ঈদ যেন না হয় একদিনের
ঈদের তুষ্টি হোক সারা বছরের
ঈদের শিক্ষায় জীবন গড়ি
মানুষকে অকৃত্রিম আপন করি ।



শরীফ নবাব হোসেন  /