তারিখ ঃ – ১৫-০৩-২০২২ ইং , সময় – রাত ৭-০০ টা ।


এক   ফালি   ভাতির  ছড়া  ।।


( ১ )


হিমাংশু হাসে আকাশে
সুবাস বেড়ায় বাতাসে
সুশিক্ষা মুক্তা ছড়ায়
সু সন্তান কেতন উড়ায় ।


( ২ )


নদীর জল নিম্নে গড়ায়
সত্যের নিশান গগনে উড়ায়
মিথ্যার পরিণতি চরম অন্ধকার
হিতকর কর্ম চির চমৎকার ।


( ৩ )


মানুষ ও মানবতা শ্রেষ্ঠ সম্পদ
যে বুঝে না সে হীন আহাম্মক
যাদের দ্বারা জীবন ধ্বংস
তারা অভিশপ্ত নরকের অংশ ।


( ৪ )


বিদ্যা-শিক্ষার আভা উজ্জ্বল
শুভদ ভাবনা-চিন্তা-ফল অতি সমুজ্জ্বল
ক্ষতিকর কাজ অমাবস্যার কালো
অনিষ্টকর মানুষের চেয়ে পশু-পাখি ভালো ।


( ৫ )


সৎ ও মহৎ লোক জগতের দীপ্তি
নির্মল ত্যাগে পাবে তৃপ্তি
নিন্দিত , অবৈধ ভোগে যত অশান্তি
জনহিতের মাঝে মিলে প্রশান্তি ।


( ৬ )


নির্ভেজাল প্রেম-ভালোবাসা ও আশায় মুক্তি
কাজে থাকা চাই যুক্তি
জ্ঞান চর্চা  ও খেলা ধূলায় আনন্দ
মুক্ত মাঠ , মুক্ত হাওয়া , বইয়ের পাতায় জীবনানন্দ  ।।


( ৭ )


ফুল , শিশু ও প্রকৃতি নিষ্পাপ
নিত্য গড়ি তাদের সাথে ভাব
মোদের স্বভাব হতো এদের মতো
সুখ-শান্তিতে ভুবন ভরে যেতো  ! !


শরীফ নবাব হোসেন ।