১৭/১১/২০১৯, রাত -১১. ১৫ মি


ফেসবুক


নামটি তার  ফেসবুক
সারা বিশ্বে করে সামাজিক যোগাযোগ
কিশোর-তরুণ, জোয়ান-বুড়ে
সবাই তাকে পছন্দ করে ।
ফেসবুক প্রিয়-অপ্রিয় সর্বহ্ক্ষণ
এর উপর চোখ বুলায় যখন তখন ।


যখন তার নেশায় পরে
সময় অসময় নেই এতেই মরে ,
ফেসবুকে দেখে দুনিয়ার মুখ
তাতেই পায় সবাই পরম সুখ ।


প্রেমিক খোঁজে প্রেমিকাকে
নিরন্তর ভাবে বসে ফেসবুকে ,
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন
ফেসবুক খুললেই পাওয়া যায় এখন ।



যদিও মনে হয় এটি ফুলের মালা
অপব্যবহার করলে বাড়ে জ্বালা ,
ফেসবুকের কারণে মনে কত কষ্ট
হয়ে যায় দিবানিশি শান্তি নষ্ট ।


ইহার আছে শুভ-অশুভ দু’দিক
চিন্তা করে মিলাতে হয় চতুর্দিক,
এটি একটি আধুনিক প্রযুক্তি
সতর্কভাবে চালাতে হয়  মিলাইয়ে তর্ক-যুক্তি ।


ফেসবুক ব্যবহারে নেই কোন চুক্তি
নিজের মনের মধ্যেই আপনাপন মুক্তি,
সুন্দর-সুষ্ঠ পরিচালনায় হবে না এর অপবাদ
সমাজ জানাবে তখন অকপটে সাধুবাদ ।


শিক্ষার্থীরা, জ্ঞান-চর্চা বাদ দিয়ে
বেশী বেশী নয় সামাজিক যোগাযোগ ,
তাহলে, বছর শেষে হবে ভাল ফলাফল
জাতি দেখবে আলোর মুখ ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি ।