তারিখ ঃ – ২৬-০৩-২০২২ ইং , সময় – সন্ধ্যা – ৭-০০ টা ।


ফাল্গুনে   রাঙা   বাংলা – ০১  ! !


ফাল্গুনে  বাংলা চাঙা
ফলে ফুলে রাঙা
প্রকৃতি লাবণ্যময় সতেজ
তারুণ্যের প্রাণ সঞ্চারে আহা বেশ !


যে দিকে তাকাই সবুজ পত্র-পল্লব
ধরিত্রী তে এমন সুদৃশ্য দুর্লভ
অন্তরের অনুভবে কানায় কানায় মুগ্ধতায়  
রমণীর কমনীয়তায় প্রাণ জুড়ায়
মনে হয় – সেজেছে নতুন বধূ
ঢেলে দিয়েছে প্রান্তরে সৌন্দর্যের  যাদু !


পথের ধারে ফুটেছে কত অজানা ফুল
তাদের রম্য রূপে প্রাণ হয় আকুল
বসন্তের বাংলা হৃদয়ে দেয় দোলা
চমৎকার রাঙা সাজে মন হয় আত্মভোলা !
শাখায় শাখায় ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন
ফুল-ফলের সুরভি গন্ধে উজ্জীবিত  প্রাঙ্গণ ।।


  
মাঠ ঘাট ভরপুর হরেক শস্য ভাণ্ডারে
মোহ তৃপ্তিতে প্রশান্তি মেলে অন্তরে
প্রাকৃতিক লীলা নিকেতনে বাংলা এমন কান্তিমান
রাগে হিল্লোলে প্রসারিত হয় হৃদয় বাতায়ন ।


বসন্তের   দারুণ-খাসা   বাংলা –  ০২ !!


ফুলের অনিন্দ্য বাহার
রসালো  ফলের আহার
নব কিশলয়ের সজীবতা
দ্বিজের কলরবের ব্যস্ততা
প্রকৃতির মোহনীয় জাগরণ
জীবনের মৌ বনে যৌবনের শিহরণ  
নীলিমায় মেঘ ও চন্দ্রমার খেলা
নদীর জোয়ারে  ভাসে স্বপ্ন বাসরের ভেলা  ! !
ফাল্গুনে উদ্দাম সাজ রাজকন্যা র
মুগ্ধ করেছে অনন্ত হিয়া রে- প্রেম বন্যার
এসব মাধুরী বাংলার অতুলন সৌন্দর্য
সে এক বিস্ময় ভরা হিয়ালীর আশ্চর্য  ! !



  ফাল্গুনের মায়াবী বেশ-সাজন নয়নাভিরাম
চিত্ত নিত্য পুলকে আন্দোলিত হয় অভিরাম  ! !


শরীফ নবাব হোসেন ।