০৩/ ০৪/২০২০,  সময়- বিকাল – ৩-০০ টা


ফলের   ছড়া


ফল ধরে গোটা গোটা
বৃষ্টি  পড়ে ফোঁটা ফোঁটা
পাকা ফল বেশী মজা
মছ মছে চিবায় গজা
নানা খায় ফল
নাতি খায় ফল
শিশু চাই ফল
বৃদ্ধের ভরসা ফল
দেখলে পাকা ফল
মুখে আসে জল ।


পাকা ফল ঝরে পড়ে
শিশুরা  আনন্দে কাড়াকাড়ি করে
কাঁচা ফলে মরিচ লবণ
স্বাদ বুঝি অন্য রকম
ফল রসের আসল স্বাদ
দূর করে ক্লান্তি-অবসাদ ।


নতুন বউয়ে  ফল খায়
পাখিরা নাচে আপন খাঁচায়
ফল খেয়ে খোকা নাচে
চেয়ে দেখে টিয়া হাসে
শ্বাশুরী খায় রাঙা ফল
বধুর মুখে লোভে জল ।

ফল পাকে জৈষ্ঠ্য  মাসে
খাওয়ার খুশিতে সবাই নাচে
ফল খায় গাছে পাখি
শিশুরা  নিচে থাকে চাহি
একটা ফল যদি পড়ে
কার আগে কে ধরে
গ্রীষ্মকালে ফলের শোভা
মিষ্টি  ফলে মনলোভা  ।


পাকা ফলের মধুর সুঘ্রাণে
মাতাল করে সবার প্রাণে
ফলের গন্ধ ছড়ায় বোঁ বোঁ
খেতে চায় মন ছোঁ ছোঁ  
মৌসুমী ফল অতি সুস্বাদু
যতই খায় ততই মধু
দেখতে সুন্দর  ফলের বাগান
অজস্র ফল গাছ লাগান ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।