১২/১২/২০১৯, সময় –বিকাল -৩-০৫ মিনিট


গরীব প্রতিবেশী


আমার বাড়ীর পাশে
অনেক বড় ধনী ব্যবসায়ী, কেরামত সওদাগর
টাকা-পয়্সা, গাড়ী-বাড়ী, জমি-জমা আছে সব
পদ-পদবী লোকের সাথে সখ্যতার অভাব নেই
তাই ক্ষমতার দাপট ও কম নয় !
তার মেয়ের বিয়ে, অনেক আয়োজন
সারা এলাকা জুড়ে আলোক সজ্জায় সজ্জিত
অন্যান্য সাজ-সজ্জাও কম নয়
অতিথিদের আগমন, কর্মীদের কাজের মহা তৎপরতা
বার বার কাজের নিখুঁত তদারকি ইত্যাদি ।


দাওয়াত পেয়েছে-
রাজনৈতিক নেতা, কর্মী, সুশীল সমাজ, ব্যবসায়ী
শিক্ষক, বুদ্ধিজীবী,বিভিন্ন পদের লোকজন
সমাজের গণ্য মান্য ব্যাক্তিবর্গ, আরো অনেকের উপস্থিতি ।
তাঁদের মহাসমাগমে পুরো এলাকা জমজমাট
খাওয়া-দাওয়া, উঠা-বসা,অতিথি আপ্যায়ন
জাঁকজমকে আরো কত কিছুর ব্যবস্থা ।


দাওয়াত পায়নি শুধু আমি !
জীর্ণ-শীর্ণ একটা বাড়ীর মাঝে পরে আছি
কারো নজরে পড়ে না তেমন
অর্থ-সম্পদ,গাড়ী-বাড়ী, পদবী কিছুই নেই আমার
নিজেই নিজের পরিচয়
(পালা পোষা পশু পাখি গুলোই বেশী আপন জন )
অবহেলা নিয়েই বেঁচে আছি সাড়াটি জীবন
কারণ আমি যে একজন গরীব প্রতিবেশী


শরীফ নবাব হোসেন, স্যাম্ব,মীরবাড়ী, দেওয়ানহাট ।