১৬/০৩/২০২০, সময় – বিকাল – ৪-০০টা


ঘটনা  প্রবাহ  !


করোনা ভাইরাসে হাহাকার
ভয়ে মানুষ ছারখার
পৃথিবী জুড়ে একই অবকাশ
সৃষ্টি  করেছে করোনা ভাইরাস ।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিঃশ্বাস
জনজীবনে হাহুতাস ।
যানজটের করালে বিরক্তি  বাড়ে
জীবন থেকে সময় কাড়ে ।


পরলে ঘুষের কবলে
জীবনটা মরণ ছোঁবলে ।
যখন চলে অভাবের তাড়না
বাড়ে দশা-দুর্ভোগ যাতনা ।
করে অফিসের কাজে গড়িমসি
টাকা ও সময় নষ্ট, কষ্ট  বেশী ।
যানবাহনের শৃঙ্খলা ভংগ
ধুলিসাৎ হয় জীবন রংগ ।


অকাজের সব বাড়াবাড়ি
আসল কাজের ছাড়াছাড়ি ।  
অপচয়ে আসে অভাব
ধুইলেও যায় না স্বভাব ।
জীবন চলায় হয়ো না হতাশ
ধৈর্যতে বহে সুবাতাস ।
সময়ের  কাজ সময়ে করা
অগ্রগতির চাকা দেয় নাড়া ।


নিয়ম –শৃঙ্খলায় অটল থাকা
অনিয়মের পথ রুদ্ধ রাখা ।
ভু্লকে শোধরানো উচিত
মনের কাছে পরাজয় অনুচিত ।
অলীক  স্বপ্ন  ত্যাগ  করা
চাই, বাস্তবতার মুখোমুখী হওয়া ।
শুধু চিন্তা করে নয় সময় নষ্ট
কাজ করে যেতে হবে স্পষ্ট ।


দায়িত্ব  পালনে থাকে অনিহা
ভাগ্যে জুটে তার অমানিশা ।
পর ধনে করে লোভ
সে জন অতি খারাপ লোক ।
ফলাফলে বার বার করা চেষ্টা
পেয়ে থাকে সফলতার বার্তা  ।
সাধনায় আসে রত্ন-ধন
নির্বিঘ্নে  তাতে দিতে হয় মন ।


শরীফ নবাব  হোসেন, স্যাম্ব, দেওয়ানহাট, চট্টগ্রাম ।