০৩/০২/২০২০, রাত- ১০-৩০ মনিট


জ্ঞান   ও   প্রদীপ  ! !


প্রদীপ !


প্রদীপ থেকে প্রদীপে আলো জ্বলে
প্রদীপের আলো কমে না
আলো ক্ষীণও হয় না
যত প্রদীপেই আলো জ্বালানো হয়
সব প্রদীপই আবার সমান আলো ছড়ায় ।
এভাবে এক বাতি থেকে লক্ষ বাতিতে
আলো জ্বালানো যায়
সব বাতিই ঠিক ভাবে আলো ছড়ায়
এরা সমাজকে আলোকিত করেই যায় ।
সারা দুনিয়ায় আলোর কদর সমান
আলোর প্রয়োজনীয়তা কোথাও
এক মুহূর্তের জন্যও কমে না ।


সূর্য  সারা ভুবনে একই রকম আলো দেয়
এতে তার কোন কার্পণ্য নেই
আলো ছড়িয়েই সে মহা সুখী
এ আলোর প্রয়োজনীয়তা ধরাধামে কোথাও কমতি নেই ।
সূর্য  নিষ্প্রব হয়ে গেলে
ধরিত্রীও নিষ্প্রব হয়ে যাবে
সুশোভিত ধরণী জীবনের অস্থিত্ব  শূন্যতায় পরবে ।
চাঁদ আলো ছড়ায়
সে রবি থেকে আলো নেয়
তার আলোর গুরুত্বও কম নয়
শশীর স্নিগ্ধ  আলোয় রাতের জগৎকে
মনোরম আলোকিত করে ।
তারকা রাজিরা নিজস্ব দীপ্তি বিলায়
এ আলো মহীকে অনেক সুন্দর
কমনীয়, মোহনীয়, ও দৃষ্টি নন্দিত করে তোলে ।


জ্ঞ।ন  !


জ্ঞানী ব্যক্তিরা অন্যকে জ্ঞান দান করে
ঐ ব্যক্তিগণ জ্ঞানী হয়
একজন জ্ঞানীলোক থেকে
হাজারজন জ্ঞান আহরণ করতে পারে
তারা আবার অনেককে জ্ঞান দিতে পারে
জ্ঞান দানকারীদের কারো জ্ঞান কমে না
কখনো ফুরিয়েও যায় না
বরং দানকারী ও গ্রহণকারী উভয়েরই
জ্ঞান ক্রমশঃই বাড়তে থাকে ।


এর ফলে মানুষ, সমাজ ও দেশ আলোকিত হয়
মানষলোক সত্যিকার জ্ঞানে উজ্জীবিত হয়
সভ্যতার  ক্রমঃবিকাশ  লাভ করে
সামাজিক ও নৈতিক অবক্ষয়ের অন্ধকার দূরীভূত হয়
ইতিবাচক জ্ঞান চর্চা ও এর ব্যবহারের ফলে
এক  সুশোভন  ও  বাসযোগ্য   অবনী গড়ে  উঠবে ! !

শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।