১৩/০৭/২০২০  ইং ।  সময় – রাত – ৯ -৩০ মিনিট ।


জ্ঞান অন্বেষণে বই  ! !


বই মানুষের জ্ঞানের সঙ্গী
জাগায় আশার শুভ্র আলো
এর চেয়ে বড় নেই আপন
ধন-সম্পদের চেয়ে লক্ষ ভালো ।  


ক্ষিতি র সবি ই নিঃশেষ হয়
পুস্তকের জ্ঞান হয় না শেষ
ঘোর অন্ধকারে তলাবে যখন
বন্ধু হবে তখন বেশ ।


বইয়ের শিক্ষণ জানি সাগর
অনন্ত  অসীম আলোর  নগর
চাঁদ , সবিতার প্রভার চেয়েও
অন্তরের  মুগ্ধতায় ঢের ডাগর ।


বই সবার সময়ের সঙ্গী
নেই কোন রূপ চলনা ভঙ্গী
জগৎ কে চেনার এ নিরুপম যন্ত্র
জাগ্রত সভ্যতার অটুট মূলমন্ত্র  ।


হিরা-মুক্তা , পান্নার চেয়েও দামী
পদ-পদবীর চাইতে ও অযুত মানী
মধুর নামটি তার বই খানি
যার পরশে সৃষ্টি  হয় মহাজ্ঞানী  !


বিদ্যার সাগরে যার অবদান অফুরন্ত
এর চর্চায়  নেই কোন আদি-অন্ত
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
পাঠের শিক্ষা থাকবে জ্বলন্ত । ।


অর্থ সহ পবিত্র কোরআন ও হাদীস পড়
কোরআন হাদীসের শিক্ষায় জীবন গড়
আভার জীবনে থাকবে  না অশান্তি
উভয় জাহানে পাবে মুক্তি  ও শান্তি ।


অধ্যয়ন কর যার যার ধর্ম  মতে
পুরাণ , বেদ-বেদান্ত , আগামাস , বাইবেল , ত্রিপিটক
নিজ জীবন-কর্মে  বাস্তবায়ন কর এসব
শান্তির অন্বেষণ খুঁজে পাবে অনুভব !


কবি , সাহিত্যিক , বিজ্ঞানী , নেতা ও মণিষীগণ
পাঠ করেছেন দিনরাত  বইটি ক্ষণ
এটি ব্যতীত শিক্ষা-দীক্ষার  এমন
আছে কোথায় যাদুকরী মই তেমন ?


বই-পুস্তকের লব্ধ  জ্ঞান অবিনশ্বর
সৎ জ্ঞানে তুষ্টি  প্রভু- আল্লাহ- ঈশ্বর
শুভ শিক্ষা-চেতনায় গড়লে   সমাজ
বিশ্ব ভুবন পরিপূর্ণ হবে শান্তিময় আজ । ।


( আমার এ ক্ষুদ্র নিবেদন টি  আমার প্রিয় কবি শিকদার ওয়াহিদুজ্জামান বন্ধুবরের  “ বই মুখী জাতি চাই “ কবিতার মন্তব্য  করতে গিয়ে উদ্বুদ্ধ হই । তাই আজকের কবিতা খানি প্রিয় সম্মানিত কবিকে উৎসর্গ  করলাম । । )


শরীফ নবাব হোসেন  ।