২০/১২/২০১৯, সময় –বেলা-১১-২৮ মিনিট


গণ পরিবহনের অনিয়ম


রাস্তার মাঝে যাত্রী নামায়
রাস্তার মাঝে উঠায়,
যাত্রীর কোন বিপদ হলে
কে নিবে তার দায় !


স্টপেজে একটু সাইড করে দাঁড়াবে
সে সময়টুকু তাদের নেই,
আবার কোন সময় অনেক্ষণ
দাঁড়িয়েই  থাকে ইচ্ছামত যেই ।



গাড়ীতে অতিরিক্ত যাত্রী বোঝায়
এটা নিত্য ব্যাপার,
কেহ কিছু বললে তাদের
মেজাজ হয়ে যায় ক্ষ্যপার ।


যাত্রীরা অসহায় ভাবে জিম্মী
ড্রাইভার-হেল্পারের কাছে,
কোন রকমে গন্তব্যে যেতে পারলে
জীবনটা তাদের বাচেঁ ।


একটা লাইনকে(স্টপেজ টু স্টপেজ) কয়েকবার ভাঙে
কিছু দূর পথ গিয়ে আর যাবে না তারা,
এক লাইনে তিনবারে তিনগুণ
আদায় করে ভাড়া ।


কোন সময় দেখি গাড়ী চালনায়
বেপরোয়া গতি ও পাল্লা দেয়ার ঘটনা,
ঘটে অনেক অনাকাংখিত দুর্ঘটনা
মানুষের জীবনে আসে চরম মরণ যন্ত্রণা ।


পথিক, যাত্রী,হেল্পার,ড্রাইভার,দায়িত্ববানেরা
অনেকটা যদি সচেতন হয়,
বহুবিধ ঝামেলার মাঝেও
যাত্রার সময়টুকু হয় নিরাপদময় ।


গণ পরিবহনের এহেন অনিয়ম
সবাই মিলে করতে হবে রোধ,
মৃত্যুর মিছিল থামাতে হবে অবশ্যই
সড়কে পাবো তবে স্বস্তিবোধ ।


  
শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দে