তারিখ ঃ – ০৪/০৫/২০২২ ইং ,  সময় ঃ দুপুর – ১২-৩০ মিনিট ।



গুণী   জনের   মহৎ   কর্ম  ! !



সৃজনশীল ব্যক্তির
নব সৃষ্টির স্রোতধারা
শুভ সৃজন করে যাঁরা
অসীম আনন্দ পায় তারা
জীবনে মহৎ ব্যক্তিগণ
কল্যাণকর কাজে কাটায় প্রতিক্ষণ ।



সাদা মনের মানুষের
অন্তরে ভালোবাসার পরশ
সৎ মানুষের –
সৎ চিন্তা , সৎ কর্ম অবিনশ্বর ।



মনুষ্যত্ব ভরা হৃদয় যাঁর
চেতনায় বিকশিত তাঁর মানবতার
যাঁর প্রাণে উদারতা
সর্বদা বিকাশ তার মহানুভবতা
যে বা যারা পরোপকারী
জীবন দর্শনে তিনারা সত্যের দিশারী ।



জ্ঞান বানের ভাবনায়
ছড়ায় শুভ আদর্শের আলো
বিশুদ্ধ শিক্ষিত জনেরা
সু পথের সন্ধান দেয় ভালো ।



ত্যাগের দীক্ষায় বলীয়ান্‌
নিঃস্বার্থ অবদানে তিনি মহীয়ান
স্বভাব ও চিত্তে যে জন নির্লোভ
সমাজ কে দিতে পারে সুরম্য রূপ
মানুষের জন্য নিবেদিত প্রাণ
তাঁদের কর্মে অনন্ত সুঘ্রাণ  ! !


শরীফ নবাব  হোসেন ।