তারিখ: ১৭/৬/২০
সময়ঃ রাত ১০:১০ মিনিট


হালদা নদীর পাড়ে ।।


হালদা নদীর পাড়ে তে ভাই
আমার বসবাস
পলি পরা চরে আমি
সারা বছর করি চাষবাস।


চরের ঐ কিনারে
ফুটেছে সাদা কাশফুল
বাতাসে মাথা নেড়ে
খায় তারা দোল।


চরের মাঝে শোভা পাচ্ছে
সবুজ লম্বা শন,
গাড় সবুজের সৌন্দর্যে
জুড়ায় সবার মন।


চরের বুকে ফলেছে
শত রকম শস্য আর ফসল
তাকালে চোখ ফেরানো যায়না
রূপে ভরা যাদু ই আসল।


বাঁধের উপর কত ফলের গাছ
আছে শাক সবজির বাগান
চড়ে বেড়ায় মুক্ত পশুপাখি
গাছে গাছে পাখির গান।


বর্ষার প্রবল জোয়ারে
দেখি ডলফিনের খেলা
দু'পাড়েতে সারি সারি
মিলে মানুষের মেলা।


রুই, কাতলা, মৃগেল, কালা বাউস
আষাঢ় মাসে ছাড়ে পোনা
প্রাকৃতিক প্রজননে হয় মাছের বংশ বিস্তার
থাকে অনেকেরই অজানা।


শীতকালে শুকিয়ে যায় হালদা
চলে বালু তোলার ধুম
অবৈধ ভাবে তার দূষণে-ক্ষতি তে,
চোখে থাকেনা ঘুম।


হালদার সেই ভরা যৌবন
আগের মত নেই
বরষার সে অদম্য দুর্দাম জোয়ার
হারাতে বসেছে সেই।


প্রকৃতির এসব পবিত্র  সৃষ্টি
বাঁচিয়ে রাখতে হবে ভাই
এসব স্বর্গীয় সুচারু দান
কৃত্রিম ধরাতলে নাহি পাই।


শরীফ নবাব হোসেন
বিশেষ দ্রষ্টব্য : আমার লেপটপ নষ্ট হওয়ার কারণে আমি বাহির থেকে কবিতা আপলোড করছি।তাই কবি বন্ধুদের পাতায় নিয়মিত যেতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত।