তারিখ  ঃ -–১০/১০/২০২২   ইং ।


হকার   আছে  বলেই   ?  ?


রাস্তাঘাটে  , ফুটপাতে
চলার পথে
খেলার মাঠে
জন সমাগমে
সভা সমাবেশে
পরীক্ষা কেন্দ্রে
সকল যানবাহন স্টেশনে
গ্রাম ও শহরের মেলায়
এমনকি –
পাড়ায় বাড়িতে
অলিতে গলিতে
নানা হকার
বিবিধ রকম
নিত্য প্রয়োজনীয়
পণ্য-সামগ্রীর
পসরা নিয়ে
আছে হাজির
থাকে বিরাজমান  ।।


তারা আছে বলেই -
আমাদের মতো
গরীব , মধ্যবিত্ত , নিম্ন মধ্যবিত্ত
কম আয় যাদের
কেনা-কাটার সাহস টা
নিবু নিবু বাতির মতো
এখনো আছে
কিঞ্চিত বিদ্যমান  ! !
অন্ততঃ হকার
ভাইদের সাথে
কথা যায় বলা
করা যায় দরদাম
জিনিস বা পণ্য টা
ধরে ছুঁয়ে যায় দেখা ।
আসলে তারা
আমাদের মতো
লোকজন দের জন্য লক্ষ্মী  ! !



নইলে -------------
দ্রব্যমূল্য বৃদ্ধির
এমন অসহনীয় দুর্দিনে
যারা দোকানপাট নিয়ে
হাট-বাজার বা মার্কেটে বসে
অর্থাৎ যারা দোকানদার
তাদের সাথে
যায় না বলা কথা  
যায় না করা দরদাম  ,
পণ্যের দামের চেয়েও
দোকানদার দের মেজাজ ও শরীর
থাকে ঢের বেশী গরম  !



অসহায় ক্রেতা সাধারণ
একটু দামদর করলেই
ঘাড় বাঁকা
মুখ রুক্ষ করে
দোকানীরা বলে ------------
নিলে নেন
না নিলে
না নেন  ;
দাম চলবে এটা
মাল পণ্য যা আছে তা  ?  ?  ?


শরীফ  নবাব  হোসেন  ।