০৪/০৮/২০২০ ইং , সময় – রাত – ৭- ৩০ মিনিট ।


হঠাৎ পরিসমাপ্তি !


অতীব চির সত্য
অসীম হৃদয় বিদারক , বেদনা-বিদুর  
অত্যন্ত সহজেই যায় ঘটে
ঘটতে থাকবে কিয়ামত পর্যন্ত  অকপটে  
মুহূর্তেই সবকিছু  চিরতরে শেষ
কারো কোন কথা , শুনে না সে আবেদন
চুপি চুপি আসে , নীরবে নিয়ে যায়
খাক খানি পড়ে থাকে
পাখি টা যায় উড়ে অনন্তে ।


কখন কার দ্বারে আসবে
জানবে না তা কেউ
কাউকে জানানো , বলা বা অনুমতির
ধার তো সে ধারে না
পৃথিবীর কোন প্রহরা , তদারকি , চেক  পোস্ট
আটকাতে  পারে না তাকে
দেয় না কারোর সাঁজগোজ , কোন প্রস্তুতির সময়
তার কাছে নেই কোন সময়-অসময় ।


অনেক কাজ বাকী আছে মোর
একটা দিন সময় দিন
সেকেন্ড ও আর নয়
যাবার টিকিট হাতে  নিন
আমি যখন  হয়েছি  হাজির
তোমার সকল  ভূমিকা তখন শূন্য
জীবনে যা কিছু অর্জন
হিসাবের পালা শুরু এখন
হয় অনন্য , নয় তো জঘন্য ।


জগৎ সংসারে ছিলে পাকা খেলোয়াড়
বেপরোয়া খেলায় কত জন কে করেছো ছাড় কার
মান নাই ভবের নিয়ম , কানুন , শৃঙ্খলা
বিধাতার আদেশ অমান্য করেছো সকাল , সন্ধ্যা , রাত্রিবেলা
ধরাকে বানিয়েছ সরা জ্ঞান
অন্যায় , অপরাধ , ভোগ-বিলাসে কাটিয়ে দিয়েছো প্রাণ
আজ তাই তুমি নিঃসঙ্গ পথিক
অসীমের পথে যাত্রা শুরু হে রসিক !
সব ব্যস্ততা নিমেষেই শেষ
জাগতিক ভাবনার পরিসমাপ্তি  এখানেই বেশ !


এতক্ষণ যার কথা বললাম –
সে প্রতিটি মানব তথা সব জীবনের কাছে আসবেই
তার থেকে রেহাই নেই কারোর ই
সে শুধু নির্দেশ পালন করে যায় পরম স্রষ্টার
তার অস্তিত্ব  ধ্রুব সত্য চিরন্তন
নাম তার মৃত্যু দূত অপার !


( আজকের এ ক্ষুদ্র নিবেদন টি সম্মানিত অতি প্রিয় কবি – মার্শাল ইফতেখার আহমেদ এর ‘’ মৃত্যু যখন অকস্মাৎ ‘’  কবিতার মন্তব্যে কলামে উদ্বুদ্ধ  হয়ে লিখি । তাই আজকের কবিতাটি তাঁকে সবিনয়ে উৎসর্গ  করলাম ) । ।


শরীফ নবাব  হোসেন  ।