তারিখ ঃ – ২৭-০৩-২০২২ ইং , সময় ঃ  রাত – ৭-০০ টা ।


ইসলামে   যা  নিষেধ
তা   যথার্থ ই  ক্ষতিকর ।।


মদ , গাঁজা , তারি
ভোগে মত্ত পরনারী
সুদ , ঘুষ , দুর্নীতি
মানুষের জন্য ভীষণ ভীতি
বেপর্দা , বেলেল্লাপনা , বেহায়াপনা , বেশ্যাপনা
নেই তাদের সুখের ঠিকানা ।


স্বার্থপর , বকিল , কৃপণ
পারে না সুখে দিন যাপন
গীবত , পরচর্চা , পরনিন্দা
তারা জাহান্নামের বাসিন্দা
পর সম্পদ করে কুক্ষিগত
অশান্তি আসে ক্রমাগত ।


ঠকানো , ওজনে কম দেয়া
হাশরের মিজানে পুণ্য হ্রাস পাওয়া
চালায় স্বজনপ্রীতি , অন্যায় , অনাচার , অবিচার
ঠাঁই পায় না শান্তিতে বাঁচার
অধর্মে দিন যাপন
অশান্তির বীজ বপন ।


চলা অবৈধ , অনৈতিক , মিথ্যার বেসাতি
তাদের জীবনে নেই শান্তি  
মানুষকে কষ্ট দেয়া
দুঃখ কিনে নেয়া
কর্মে , মননে , চেতনায়  মানুষের ক্ষতি
ইহকাল ও পরকালে নেই কোন গতি ।।


শরীফ নবাব হোসেন ।