১৮/১২/২০১৯, রাত-১১-০০ টা


ইচ্ছা  করলে


ইচ্ছা করলে -
ভাল কাজটি করা যায়
মানুষের ক্ষতি না করে চলা যায়
পরোপকার করা যায়
মিলেমিশে চলা যায়
অন্যের ধনে লোভ না করে
শ্রম দিয়ে স্বচ্ছলতা আনা যায়
কথা ও কাজে, মননে ও চলনে
কার্যকরি ভূমিকা রাখা যায় ।


ইচ্ছা করলে –
দেশের জন্য ত্যাগ স্বীকার করা যায়
মানুষকে ভালবাসা যায়
দেশের সম্পদ রক্ষায়
সচেতন হওয়া যায়
পরিবেশ দূষণ থেকে
বিরত থাকা যায়
প্রকৃতির প্রেমে আপনাকে
বিলীন করা যায়
সভ্যতার প্রয়োজনে ও এর সুরক্ষায়
নিজকে উৎসর্গ  করা যায়
নব নব সৃষ্টির তরে
সময় ব্যয় করা যায় ।


ইচ্ছা করলে –
মানব কল্যাণে উজার
করে দেয়া যায়
দায়িত্ব পালন করে
সময় কাটানো যায়
অপরাধ মুক্ত  থেকে
সঠিক পথে চলা যায়
অগ্রগতির পথে সবাইকে
উদ্বুদ্ধ  করা যায়
যেখানে প্রয়োজন সেখানে
অবদান রাখা যায় ।


ইচ্ছা করলে –
ভেদাভেদ ভু্লে গিয়ে
বিদ্বেষ মুক্ত  নতুন
জীবন গড়া যায়
ঘুষ, আত্মসাৎ ,অফিসের কাজে
জিম্মী  করে অর্থ  আদায়,
অযথা হয়রানি করা,
যুব ও তরুণ সমাজকে বিপদ্গামী করা,
সমাজ ও দেশ বিরোধি  কাজ করা,
ইত্যাদি বর্জন করে
কল্যাণের পথে চলা যায়,
আকাশের পানে চেয়ে চেয়ে
উম্মুক্ত হৃদয় গড়া যায় ।


শরীফ নবাব হোসেন ।