তারিখ – ১৮/০৪/২০২০ , সকাল – ৯ – ৩০ মিনিট


জ্যৈষ্ঠ   মাসের  ছড়া  । ।


কবির নাম – শরীফ নবাব  হোসেন ।


জ্যৈষ্ঠ  মাস
ফলের মাস
প্রাণে জাগে
ফলের আশ ।


গাছে গাছে
পাকা ফল
ফলের সুঘ্রাণে
করে মন পাগল ।


পাখির ডাকাডাকি
কাঠবিড়ালির নাচা নাচি
বাগানে ফল দোলে
দেখে মন ভু্লে ।


জ্যৈষ্ঠ  মাসে
তীব্র গরম
কাজ কর্মে  ঘর্মে
ক্লান্ত  দেহ-মন ।


বনে বাগানে
ফলের বাহার
মৌমাছি করে
মধু যোগাড় ।


চারিদিকে ফুল ফল
হৃদয় টলমল
ভ্রমরের গুঞ্জন
নদীর তরঙ্গ ঝলমল ।


একই মুখে
বিভিন্ন ফলের স্বাদ  
খেয়ে মিটে
তৃপ্তির  আহলাদ ।


গ্রীষ্মের প্রচণ্ড  গরমে
শ্রান্তিতে  ক্লান্তিতে
দেহ-মন অবসন্ন  
অবসর বিনোদনে প্রসন্ন ।


আম জাম
কাঁঠাল লিচু
জামরুল আনারস
বাংগি  তরমুজ
আরো কত
সুস্বাদু রসালো
দেশের ফল
খেয়ে হয় বল
তাইতো  বলি
মাসের রাজা জ্যৈষ্ঠ
নানা পুষ্টিকর খাবারে
বৈচিত্র তায় শ্রেষ্ঠ  । ।


শরীফ নবাব  হোসেন