জীবন যেন এক চলমান নদী
যেতে যেতে দুকূল ভরিয়ে দেয় নদী
শস্য, তৃণলতা, গাছপালা, ফল-ফলাদি,
গড়ে উঠে মানুষের পূর্বাপর বসতি
হাট-বাজার, নানা প্রতিষ্ঠান, রাঙা আয়োজন
দু’পাড়েই চলে অবিরত কর্ম কোলাহল
ভাঙা গড়ার খেলা তার নিত্য সাথী
মানুষের জীবনও নদীর মতো বয়ে যায় ।
জীবনেও থাকে নানা রঙের কর্ম-যজ্ঞ
উত্থান-পতন, সফলতা ও ব্যর্থতার দোলা
সৃষ্টি-অনাসৃষ্টিতে ভরে থাকে জীবন
চলে অবিরাম ভাঙা গড়ার খেলা
মানব জীবনে ঘটে যায় বিচিত্র ঘটনা
পদে পদে চলে কর্ম তৎপরতার মেলা
যদি না থাকে জীবনে, অনেক অর্থবহ কর্মকাণ্ড
জীবন হয়ে যায় মূল্যহীন, অন্ধকারে লন্ডভন্ড ।
ঋতু পরিবর্তনের ন্যায় জীবনও একটি প্রক্রিয়া
ঋতুতে থাকে শীত, গ্রীষ্ম, বর্ষা ও বসন্ত
কোন সময় ফুলে ফলে, ফসলে, তরুলতায় উঠে ভরে
কোন সময় পানিতে সব ভাসিয়ে যায়
কখনো সে তাপিত, রুক্ষ, শুষ্ক, বৃষ্টিহীন
ফুলগুলো ঝরে যায় অকালে
কখনো প্রচণ্ড বাতাসের আগ্রাসী রুপ
সময়ে সময়ে প্রকাশ করে নিজেদের স্বরূপ ।
জীবনও পরিবর্তনশীল একটি ধারা
এতে থাকে শিশু,কৈশোর, তরুণ-যুব, বৃদ্ধকাল
কখনো সে হিয়ালিপনা, কখনো তার দূরন্তপনা
কখনো থাকে চঞ্চল, শুধু আবেগে মত্ত
কখনো সে দায়িত্বহীন পাগলা ষাঁড়
কখনো আবার অতি দায়িত্ববান অভিভাবক
কখনো সে ধ্বংসে উন্মাদ, কখনো সৃষ্টিতে উত্তাল
প্রকৃতির অমোঘ নিয়মে একদিন হয় নি:শেষ ।
নদী, ঋতু ও জীবন সবই সমান্তরাল বহমান
নদী বয়ে যায় সাগরে অবিরত
ঋতু চক্রাকারে ঘুরে কালান্তরে
জীবনের অবসান হয় জগতের তরে
নদী ও ঋতুর আয়ুষ্কাল দীর্ঘস্থায়ী
জীবনের স্থিতিকাল কিন্তু ক্ষণস্থায়ী
এরা একে অপরের সাথে চির বিজরীত
এসব সৃষ্টিকর্তার সুন্দরতম দান অবধারিত ।