তারিখ ঃ – ১৬-০৩-২০২২ ইং , সময় ঃ রাত – ৭-০০ টা ।


জীবন   ও   সৃষ্টি  ।।


সৃষ্টির সৌন্দর্যকে পায়ে দলি  
আমরা আত্ম অহমিকায় মরি
হিংসা-বিবাদে , ধ্বংস যজ্ঞে জড়িয়ে পড়ি
তবে মোরা নির্বোধের কাজ টাই না করি ।


মহৎ সৃষ্টিশীল কর্মে প্রভূত পুণ্য
মন্দ চিন্তা ও কাজে পাপের অরণ্য
সদা জাগ্রত থাকলে  মানুষের পাশে
ইহকাল ও মহান প্রভুর নিকট হবে ধন্য ।


মানুষের জীবন ও সময় অনেক মূল্যবান
দিতে হবে চুলচেরা তার দাম
রেখে  যাবে সমাজে সুকৃতির অবদান
গাইতে হবে মানবতার প্রশান্তির গান ।


সৃষ্টির চারু-কারুতায় কাটাব সময়
জীবনের সমৃদ্ধিতে জীবনকে গড়বো মধুময়
ত্যাগের চেতনায় অমৃত-সুধা করবো পান
সুকুমার পরিচর্যায় শাণিত হবে প্রকৃতির দান ।।


শরীফ নবাব হোসেন ।